নিজস্ব প্রতিবেদক । ১২ ফেব্রুয়ারি ২০২৩
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য সৈয়দ আব্দুল আওয়াল শামীম বলেছেন, বিদেশ থেকে আসা টাকায় ব্যানার-ফেস্টুন বানিয়ে শেষ আশা-ভরসা নিয়ে বিএনপি নেতাকর্মীরা রাস্তায় নামতে চায়, যেন কোনভাবে ক্ষমতায় আসা যায়।
তিনি বলেন, ‘আমি বিএনপি নেতাদের বলতে চাই, আওয়ামী লীগ যদি চায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাদের নির্দেশ দেন, সারা বাংলাদেশের কোন ইউনিয়নে বিএনপি রাস্তায় নামতে পারবে না।’
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিএনপি জামায়াতের দেশ বিরোধী সন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে গোপালগঞ্জ জেলার গোবরা ইউনিয়নে আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।
আব্দুল আওয়াল শামীম বলেন, ‘আমরা পর্যবেক্ষণ করছি বিএনপি কি করতে চায়, এরা কোথায় ছিলো এতদিন, আওয়ামী লীগের সাথে মিশে ছিলো? কোন ইঁদুরের গর্তে ছিল।’ তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসলে দেশে আবারও লুটপাট শুরু করবে, আবারও হাওয়া ভবন গড়বে।’
বিএনপি নেতারা বলেছেন তারা ক্ষমতায় এলে দূর্নীতির বিচার করবেন, এই প্রসঙ্গে শামীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের প্রশ্ন করেছেন, দূর্নীতির দায়ে যারা কারাদণ্ড প্রাপ্ত, তারা কিভাবে ক্ষমতায় আসলে দূর্নীতির বিচার করবেন?
আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীদের উদ্দেশ্য শামীম বলেন, নির্বাচনের আগে নিজেদের মধ্যে কোন ঝগড়া-বিবাদ করা যাবে না।
শামীম বলেন, আমাদের ঐক্য গড়ে তুলতে হবে। ঐক্যের শক্তিতে যেন দেশ থেকে পাকিস্তানের পেতাত্মা জামাত, পাকিস্তানের এজেন্ট খালেদা জিয়াকে রাজনীতি থেকে চিরতরে শূন্য করে দিতে পারি।
এরআগে গতকাল রবিবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সভায় শান্তি সমাবেশের বিষয়ে সিদ্ধান্ত হয়।
বিএনপি-জামায়াতের ‘অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে’ দেশের সব ইউনিয়নে আওয়ামী লীগের শান্তি সমাবেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।
এজে/