নিজস্ব প্রতিবেদক । ১১ আগস্ট ২০২২
পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির প্রেসিডেন্ট ও ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজির সিএফও ফারহানা হানিপ গতকাল (৯ আগস্ট) বাংলাদেশের বহুল আলোচিত পদ্মা সেতু ভ্রমণ করেন।
এ সময় বাংলাদেশে অবস্থিত পিপলএনটেকের সকল কর্মকর্তা কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
পদ্মা সেতু ভ্রমণ শেষে মুন্সিগঞ্জের ঢালি'স আম্বার রিসোর্টে মধ্যাহ্ন ভোজনের মাধ্যমে একটি বনভোজনের আয়োজন করেন।
প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ফারহানা হানিপ বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন।
এসময় পদ্মা সেতু পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসেন খান লিওন।
ভ্রমণ শেষে বিকেলে কর্মকর্তা-কর্মচারীদের রিসোর্টে বিশ্রাম, সুইমিং, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পিপলএনটেক কর্মীদের অংশগ্রহণে ছেলেদের ফুটবল খেলা, চোখ বেঁধে হাড়িভাঙ্গা, মেয়েদের চামচে মার্বেল নিয়ে দৌড় এবং কেউ নিতে চায় না খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন পিপলএনটেক প্রেসিডেন্ট ফারহানা হানিপ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন।
এসময় তিনি ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি ও পিপলএনটেকের বাংলাদেশের সকল কর্মকর্তা কর্মচারীদের একসাথে কাজ করার আহবান জানান এবং ভবিষ্যতে কাজের গতি আরো বাড়বে জানিয়ে পিপলএনটেক ও ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির ভবিষ্যত সফল করার সহযোগিতা কামনা করেন।