নিজস্ব প্রতিবেদক । ১১ অক্টোবর ২০২২
এক গোলে দৃশ্যপটের কতটা পরিবর্তন! এই তো কয়েক দিন আগেও যে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে এত সমালোচনা হলো, সেই রোনালদোই এখন উৎসবের উপলক্ষ। রোববার রাতে এভারটনের বিপক্ষে ম্যাচে গোল করে ক্লাব ফুটবলে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন রোনালদো। ক্লাব ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে এ মাইলফলকে পৌঁছানো সতীর্থকে নিয়ে উৎসবে মেতে উঠেছেন তাঁর ইউনাইটেড সতীর্থরা।
প্রথমে ক্লাবের পক্ষ থেকে রোনালদোকে উপহার দেওয়া হয়েছে পেছনে ৭০০ লেখা একটি জার্সি। সেই জার্সি নিয়ে ক্লাবের সব সতীর্থের সঙ্গে ছবি তুলেছেন রোনালদো। ক্লাবের সবার পক্ষ থেকে ক্লাবের অফিশিয়াল টুইটারে অভিনন্দন জানানো হয়েছে পর্তুগিজ উইঙ্গারকে। এর আগে রোনোলদো টুইট করে লিখেছেন, ‘আমরা সবাই মিলে কী অসাধারণ এক কীর্তিই না অর্জন করেছি! সব সতীর্থ, কোচ, ক্লাব, পরিবার ও বন্ধু এবং অবশ্যই আমার ভক্তদের ধন্যবাদ।’
সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রাফিকসে রোনালদো তাঁর খেলা চার ক্লাবকেই স্মরণ করেছেন। রোনালদোর পেশাদার ফুটবলের শুরু নিজের দেশের ক্লাব স্পোর্তিং, সেই ক্লাবের হয়ে করেছেন মাত্র ৫ গোল।
এরপর ইউনাইটেডে প্রথম দফায় ১১৮ গোল আর চলমান দ্বিতীয় দফায় এ নিয়ে ২৬ গোল। ক্লাব ক্যারিয়ারে রোনালদোর সবচেয়ে বেশি গোল রিয়াল মাদ্রিদের হয়ে, ৪৫০টি। ইউনাইটেডে দ্বিতীয় দফায় খেলতে আসার আগে জুভেন্টাসের জার্সিতে করেছেন ১০১ গোল।