'শেখ হাসিনা একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন করছেন'

নিজস্ব প্রতিবেদক । ১৩ জানুয়ারি ২০২৩

'শেখ হাসিনা একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন করছেন'

কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ :
নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী সৌরেন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালীন বৈশ্বিক মন্দা আর রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে পৃথিবীজুড়ে আকালের সময়ও একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন করে চলেছেন।

এটা সারা বিশ্বে বিরল।’ সাম্প্রতিক মেট্রোরেলের উদ্বোধনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘অনেক উন্নত দেশেও মেট্রোরেল নেই।’ এছাড়া বঙ্গবন্ধু ট্যানেল, পদ্মা সেতু প্রভৃতি উন্নয়নের কথা তিনি তুলে ধরেন। তিনি বলেন, ‘রাজনৈতিকভাবেও তিনি অনেক প্রকল্প বাস্তবায়ন করেছেন। এরমধ্যে অন্যতম পার্বত্য চুক্তি। চুক্তির আগে এটি আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন ছিল। বাংলাদেশের যে কোন নাগরিকের সেখানে যাওয়া কষ্টসাধ্য ছিল। এখন সে অবস্থার অবসান হয়েছে।’ সাবেক এই সচিব বলেন, আগামী নির্বাচনে নেত্রী তাকে মনোনয়ন দেবেন। তিনি একজন কর্মী হিসেবে সাধারণ জনতার কাজ করতে চান।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে তিনি নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের সরকারি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে কথাগুলো বলেন। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।
খাজুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সঞ্চয় পন্ডিত ও নজমুল হাসান শুভ এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বদলগাছী উপজেলা চেয়ারম্যান শামসুল আলম, মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের নেতা সদর ইউপির সাবেক চেয়ারম্যান মুহাঃ মাহবুবুর রহমান ধলু, সাবেক সহ-সভাপতি রাইগাঁ ইউপির সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম মঞ্জু, খাজুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম, জেলা আদিবাসী সমিতির সভাপতি আমিন কুজুর, সফাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইদ্রিস আলী, রাইগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গোলাম ফেরদৌস বিদ্যুৎ, সদর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মাহমুদ সরদার, খাজুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি তোফাজ্জল হোসেন, চাঁন্দাশ ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মাস্টার আব্দুল কুদ্দুস, বদলগাছী উপজেলা আওয়ামী লীগের নেতা আবু হোসেন হাসেম, পাহাড়পুর ইউনিয়ন মহিলা লীগের নেত্রী শাপলা খাতুন, বদলগাছী উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা আবু রায়হান, রাইগাঁ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতা বিমান কুন্ডু প্রমুখ।