'একতরফা তফসিল হলে লাগাতার হরতাল-অবরোধ'

নিজস্ব প্রতিবেদক । ১২ নভেম্বর ২০২৩

'একতরফা তফসিল হলে লাগাতার হরতাল-অবরোধ'

একতরফা তফসিল হলে লাগাতার হরতাল-অবরোধ; দৈনিক নয়া দিগন্তের প্রধান শিরোনাম এটি। বলা হয় দেশে নির্বাচনের কোনো ‘পরিবেশ না থাকায়’ এখনি তফসিল ঘোষণার পক্ষে নয় বিএনপিসহ রাজপথে নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলো।

বিএনপি সূত্রে জানা গেছে, একতরফা তফসিল ঘোষণা করা হলে লাগাতার হরতাল-অবরোধের কর্মসূচিতে যাবে দলটি। কোনো সমঝোতা না হলে কিংবা দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি থেকে তারা পিছু হটবে না। মানুষের চলাচল ও পণ্য পরিবহনের সুবিধা তথা জনস্বার্থে শুক্র ও শনিবার বাদ দিয়ে এই কর্মসূচি অব্যাহত থাকবে।

গ্রেপ্তার ও সহিংস ঘটনার মধ্যে বিএনপির ৪৮ ঘন্টার অবরোধ শুরু - প্রথম আলোর খবর।


এতে বলা হচ্ছে একদিকে ধরপাকড় ও প্রেপ্তার অন্যদিকে সড়কে যানবাহনে অগ্নিসংযোগের সহিংস ঘটনা – এর মধ্যে চলছে বিএনপিসহ বিরোধী দলগুলোর অবরোধ কর্মসূচি।

আজ চতুর্থ দফায় সারা দেশে ৪৮ ঘন্টার বড়ক, রেল ও নৌপথে এই অবরোধ শুরু হচ্ছে। রোববার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত অবরোধ চলবে।

রাতেই ঢাকায় আট বাসে আগুন – সমকালের শিরোনাম। তারা বলছে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী রোববার থেকে চতুর্থ দফায় সারাদেশে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি। সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সড়ক, রেল ও নৌপথে সর্বাত্মক এ কর্মসূচি পালন করবে দলটি।

একই সঙ্গে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, এলডিপি, গণফোরাম, গণঅধিকার পরিষদসহ আরও বেশ কটি সমমনা দল ও জোটের পক্ষ থেকেও এ কর্মসূচি পালন করা হবে। যুগপৎ আন্দোলনে না থাকলেও জামায়াতে ইসলামী একই কর্মসূচি ঘোষণা করেছে।

তবে অবরোধ শুরুর আগেই শনিবার রাতে রাজধানীতে অন্তত আটটি বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কেউ হতাহত না হলেও তাৎক্ষণিকভাবে জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ।

টাকার মান কমছে অস্বাভাবিক হারে – যুগান্তরের আরেকটি খবর। এখানে বলা হচ্ছে ডলারের পাশাপাশি বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে টাকার মান অস্বাভাবিক হারে কমতে শুরু করেছে।

দেশে ডলারের তীব্র সংকটের কথা বাইরের দেশগুলোতে প্রচারিত হওয়ার পর বিদেশি এক্সচেঞ্জ হাউজগুলো টাকার মান কমিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর মুদ্রার মান বাড়িয়ে দিয়েছে। গত এক এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে টাকার মান কমেছে ৭ থেকে ১৫ শতাংশ পর্যন্ত। এত বেশি টাকার দরপতনে রেমিট্যান্স আহরণের খরচ বেড়ে গেছে। এতে ব্যাংকগুলো পড়েছে বিপাকে।

থমথমে গাজীপুর-আশুলিয়া, শতাধিক পোশাক কারখানা বন্ধ – মানবজমিনের শিরোনাম। এখানে বলা হয় ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের জেরে সাভার-আশুলিয়ার ১৩০টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

গতকাল আশুলিয়ার বাইপাইল, জামগড়া, ছয়তলা, বেরণ ও নরসিংহপুর এলাকার এসব কারখানার প্রধান গেটের সামনে বন্ধের নোটিশ টানিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। শনিবার সকালে কাজে যোগ দিতে আসা গেটের সামনে শ্রমিকদের ঠাঁয় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে ও আশেপাশের এলাকায় বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

ইংরেজি দৈনিক নিউ এজের শিরোনাম BNP office under lock for 14 days, 24hr watch – অর্থাৎ ১৪দিন হল তালাবন্ধ বিএনপির অফিস, ২৪ ঘন্টা নজরদারিও করা সেখানে। এ খবরে বলা হয়েছে, ২৮শে অক্টোবর মহাসমাবেশ ঘিরে সহিংসতার পর থেকে শনিবার পর্যন্ত টানা ১৪ দিন তালাবদ্ধ রয়েছে নয়া পল্টনে প্রধান বিরোধী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়।

নিউ এজের প্রতিবেদক সেখানে সরেজমিনে গিয়ে দেখেছেন, প্রধান ফটকে তালা ঝুলছে এবং ৩০-৪০ জন পুলিশ সদস্যের উপস্থিতি দেখতে পাওয়া যায় সেখানে যারা টানা টহল দিয়ে যাচ্ছে।

আশেপাশে কোন নেতাকর্মীর উপস্থিতি নেই। দায়িত্বরত পুলিশ সদস্যরা জানিয়েছেন কর্তৃপক্ষের নির্দেশে ২৮শে অক্টোবর থেকে তারা ২৪ ঘন্টা এখানে নজর রাখছেন। বিএনপি অভিযোগ করেছে পুলিশ তাদের ঢুকতে দিচ্ছে না।

সরকারি হিসাবেই দ্রব্যমূল্য বেড়েছে লাফিয়ে লাফিয়ে – মানবজমিনের অন্যতম প্রধান শিরোনাম এটি। বলা হচ্ছে নিত্যপণ্যের বাজারে আগুন জ্বলছে। খরচ বাঁচাতে অসহায় মানুষ চাহিদায় কাটছাঁট করছেন। তবুও হিসাব মিলছে না।

বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে হিসাব দেখা যায় তার বাস্তব চিত্র মেলে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রতিদিনকার হিসাবেও। টিসিবি’র ৩ বছরের বাজারমূল্য পর্যালোচনা করে দেখা গেছে, প্রায় সব পণ্যেরই দাম বেড়েছে। কিছু কিছু পণ্যের দাম এতই বেড়েছে যে, তা ১০০ থেকে ১৫০ শতাংশ পর্যন্ত ছুঁয়েছে।