নাটোরে ভেজাল গুড় তৈরী, সংরক্ষণ ও বিক্রয় অপরাধে ২ ব্যবসায়ীকে লক্ষাধিক টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক । ১৩ ডিসেম্বর ২০২২

নাটোরে ভেজাল গুড় তৈরী, সংরক্ষণ ও বিক্রয় অপরাধে ২ ব্যবসায়ীকে লক্ষাধিক টাকা জরিমানা

নাটোর গুরুদাসপুর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুর পৌর সদর এলকায় বিশেষ ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে ভেজাল গুড় তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ০২ জন গুড় ব্যবসায়ীকে ১,২০,০০০/-(এক লক্ষ বিশ) হাজার টাকা জরিমানা।র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)

এরই ধারাবাহিকতায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ১১ ডিসেম্বর ২০২২ ইং তারিখ ১৮:৩০ ঘটিকা হইতে ১৯:৪০ ঘটিকা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিক্তিতে নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন চাচকৈড় বাজার এলাকায় কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন, কোম্পানী উপ-অধিনায়ক, সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এবং জনাব মোঃ মেহেদী হাসান তানভীর, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয় এর সহিত একটি ভেজাল বিরোধী বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে ভেজাল গুড় তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য-দ্রব্য উৎপাদন এর অপরাধে (ক) ভেজাল গুড়- ৯০০০ কেজি, (খ) ভেজাল চিনির সিরাপ -১৮,০০০ লিটারসহ “মেসার্স ভাই ভাই” গুড় কারখানার মালিক ১। মোঃ দেলোয়ার হোসেন (৫৫) কে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৩৭ এবং ৪৩ ধারায় ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা এবং “মেসার্স আজিজ সোনার” গুড় কারখানার মালিক ২। মোঃ সুজন সোনা (২৬) কে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৪৩ ধারায় ২০,০০০/-(বিশ হাজার) টাকা জরিমানা করেন।


পরবর্তীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর এর নির্দেশক্রমে জব্দকৃত ভেজাল আলামতসমূহ উপস্থিত সাক্ষীগনের সম্মুখে ধ্বংস করা হয়। এছাড়াও জরিমানাকৃত ১,২০,০০০/-(এক লক্ষ বিশ হাজার) টাকা সরকারী কোষাগারে জমা করা হয়েছে।