নিজস্ব প্রতিবেদক । ১৫ জানুয়ারি ২০২৩
বিএনপির বিরুদ্ধে আরও শক্ত অবস্থান তৈরির নির্দেশনা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের নামে নাশকতা সৃষ্টি করে বিএনপি আবারও দেশে ১/১১ মত পরিস্থিতি সৃষ্টি করতে চায়।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিলেও নির্বাচনে জিতবে এমন কোন আস্থা তাদের মধ্যে নেই। তাই তারা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা করছে। একটা ওয়ান ইলাভেন হয়েছে, আরেকটা ওয়ান ইলাভেন বা ১/১১ এর পূনরাবৃত্তি করে বেনিফিসিয়ারী হতে চায়। এই লক্ষে তারা অশুভ খেলায় মেতে উঠেছে।’
আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সহযোগী ও ঢাকার মহানগর আওয়ামী লীগ নেতাদের এক যৌথ সভায় তিনি এসব কথা জানান।
বৈঠকের শুরুতে সাংবাদিকদের সামনে তিনি বলেন, ‘ইদানিং আমরা লক্ষ করছি হঠাৎ করে বাস পোড়ানো, যেটা ফরিদপুরে ঘটেছে, সেখানে পুলিশের উপর আক্রমন করেছে, সেখানে সবাই এক বাক্যে বলেছে পুলিশ আক্রমনকারী নয় তারা আক্রান্ত।’
কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের আলোকে আমরা নিজেদের প্রস্তুত রাখবো। আমরা ক্ষমতায় রয়েছি তাই এই দেশের জনগণের জানমালের নিরাপত্তার বিষয়টি অবশ্যই আমাদের দেখতে হবে। আন্দোলনের নামে ভাংচুর অগ্নি সংযোগ করে তারা জনজীবনে দুর্ভোগ ডেকে আনবে, রাস্তা অবরোধ করে বিশৃঙ্খলা ডেকে আনবে এই অবস্থায় আমরা চুপ থাকতে পারি না।’
তিনি বলেন, ‘আজকে আমাদের দলের নেতাকর্মীদের নিয়ে ১২টা থেকে সাড়ে চারটা পর্যন্ত আমাদের নেত্রী সভা করেছে। সভা শেষে আমরা এখানে যৌথ সভায় এসেছি। আমরা আরও সতর্ক থাকবো, আমাদের নেতাকর্মীদের আরও সুদৃড় করতে হবে। আরও শক্ত অবস্থানে থাকতে হবে।’
যুক্তরাষ্টের একজন মন্ত্রী পদমর্যাদার সদস্য বাংলাদেশে আসার প্রসঙ্গে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘যুক্তরাষ্টের একজন সহকারি পররাষ্ট্রমন্ত্রী, যিনি দক্ষিন এশিয়া ও মধ্য এশিয়ার দায়িত্ব প্রাপ্ত। তিনি আসতেই পারেন, সফর বিনিময় হতেই পারে। এটা একটা স্বাভাবিক বিষয়, এটা নিয়ে নতুন করে বিষ্মিত হওয়ার কিছু নেই।’
যৌথ সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দীপু মনি, সাংগঠনি সম্পাদক আহমেদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সুবহান গোলাপ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
এজে/