নিজস্ব প্রতিবেদক । ১৪ সেপ্টেম্বর ২০২২
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ২০২৩ সালের নভেম্বরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।
দ্বাদশ সংসদ নির্বাচনের চূড়ান্ত রূপরেখা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছে কমিশন।
বুধবার সকালে নির্বাচন ভবনের অডিটরিয়ামে এই রূপরেখা ঘোষণা করা হয়।
এসময় নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বলেন, রূপরেখার উদ্দেশ্য একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন।
আস্থাশীলতার ঘাটতি রয়েছে নির্বাচন কমিশনের। তবে আস্থা অর্জনে আগের চেয়ে এগিয়ে গেছে সংস্থাটি।
এদিকে, নির্বাচনি রূপরেখায় নির্বাচনের যাবতীয় পরিকল্পনার কথা উল্লেখ করা হয়।
এতে ইভিএমের ব্যবহার, সিসি ক্যামেরা স্থাপনের বিষয় বিবেচনায় রেখে সীমানা নির্ধারণ, ফলাফল সংগ্রহে প্রযুক্তির ব্যবহার, প্রশিক্ষণ ও দক্ষ জনবল তৈরি, আইন সংস্কার, নতুন দল নিবন্ধন, চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়নসহ সব কাজের প্রস্তুতিমূলক সময়সূচি রাখা হয়েছে।