নিজস্ব প্রতিবেদক । ১৪ অক্টোবর ২০২৪
চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ও নার্সকে মারধর করেছেন স্থানীয় বিএনপি নেতা নাসির (৬০)। এসময় নিজেকে জেলা জাসাসের সদস্য সচিব পরিচয় দেয় নাছির উদ্দীন
১৩ অক্টোবর রবিবার রাত ৮ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এঘটনা ঘটে । এঘটনায় তাৎক্ষণিকভাবে নাসির উদ্দিন কে আটক করে নিয়ে যায় পটিয়া থানা পুলিশ।
হাঁসপাতাল সুত্রে জানা যায়, নাসিরের রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কর্তব্যরত ডাক্তার রোগীকে চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তরিত করার পরামর্শ দেন। কিন্তু নাসির বিষয়টি মানতে না পেরে চিকিৎসক ও নার্সের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত হয়ে ডাক্তারকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, এবং কর্তব্যরত নার্সের মাথায় আঘাত করে। এসময় নাসিরের সাথে থাকা ব্যক্তিদের দিয়ে মোঃ কাইসার নামে সহযোগীর মাধ্যমে ফেসবুকে লাইভ করায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে নাসির।
পরবর্তীতে মো: কাইসার ফেসবুক থেকে ভিডিও সরিয়ে নেয়। এঘটনায় সন্ধা থেকে হাসপাতালে উত্তেজনা বিরাজ করে।
এবিষয়ে পটিয়া অফিসার ইনচার্জ আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ঘটনাস্থল থেকে নাসিরকে আটক করা হয়েছে, প্রাথমিক তদন্তে নাসিরের অপরাধের প্রমাণ পাওয়া গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ মামলা করলে এবিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয় বিএনপি নেতাদের সাথে এবিষয়ে যোগাযোগ করা হলে তারা বলেন, নাসির বিএনপির নাম ভাঙ্গিয়ে এর আগেও অনেক হুমকি ধামকি দিয়েছেন শুনেছি, দলের ভাবমূর্তি নষ্ট করলে কাউকে ছাড় দেওয়া হবে না।