নিজস্ব প্রতিবেদক । ১৫ নভেম্বর ২০২২
মেহেদী হাসান, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছে বিশ্ববিদ্যালয়ের স্কুল এন্ড কলেজের শিক্ষক-কর্মচারীরা ।
পাঁচ দফা দাবিতে সোমবার (১৪ নভেম্বর ) বশেমুরবিপ্রবির শিক্ষক কর্মচারীরা উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছেন।
বশেমুরবিপ্রবি স্কুল এন্ড কলেজে ১৯ জন শিক্ষক ও ৪ জন কর্মচারী আছেন । গত তিন বছর ধরে তারা কোনো বেতন ই পান না । বেতন না পেয়ে মানবেতর জীবন কাটাতে হচ্ছে শিক্ষক কর্মচারীদের । স্কুল এন্ড কলেজের শিক্ষক ও কর্মচারীরা পাঁচ দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ করে রাখে।
উল্লেখ্য পাঁচ দফা গুলো হলো-চাকরি স্থায়ীকরণ, বকেয়া বেতন পরিশোধ, আগে যে ভবনে ক্লাস করা হতো সেই ভবনে ফেরত যাওয়া, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা পুনরায় চালু করা এবং ওই প্রতিষ্ঠানে স্থায়ী অধ্যক্ষ নিয়োগ দেয়া ।
প্রতিষ্ঠানের শিক্ষিকা আলেয়া বেগম জানান,এই প্রতিষ্ঠান নাকি ভেঙে দেওয়া হবে। এখন পর্যন্ত আমাদের চাকরি স্থায়ী হয়নি। চাকরি স্থায়ীকরণসহ পাঁচ দফা দাবিতে উপাচার্যের কক্ষে তালা লাগানো হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তালা খুলব না।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান বলেন, ‘প্রতিটা জিনিসের একটা পদ্ধতি আছে এবং সেই পদ্ধতি অনুযায়ী এগোতে হবে। অথচ আজ তাঁরা হুট করে এসেই উপাচার্য স্যারের কক্ষের সামনে তালা লাগিয়ে দিয়েছেন। এটা কোনো সমাধান নয়। সমাধান করতে হলে আলোচনা করতে হবে। কিন্তু তাঁরা আমাদের আলোচনায় বসার সুযোগ দিচ্ছেন না।’
এবিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড এ কিউ এম মাহবুব বলেন, 'বিদ্যালয়টির সমস্যা নিয়ে আমরা রিজেন্ট বোর্ডে আলোচনা করব৷ কিছুদিনের মধ্যে হয়তো রিজন্ট বোর্ড বসতে পারে। রিজেন্ট বোর্ড যে সিদ্ধান্ত নিবে আমরা সেটির বাস্তবায়ন করব। তিনি বলেন, রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত ব্যতিত আমি কোনোকিছুই করতে পারবনা।