জাপার সঙ্গে সরকারের টানাপোড়ন/দলীয় সিদ্ধান্ত নিতে পারবে না কাদের

নিজস্ব প্রতিবেদক । ১৫ ডিসেম্বর ২০২২

জাপার সঙ্গে সরকারের টানাপোড়ন/দলীয় সিদ্ধান্ত নিতে পারবে না কাদের

গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ (জিএম) কাদের দায়িত্ব পালন করতে পারবেন না বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। এ বিষয়ে নিম্ন আদালতে চলমান মামলা আগামী ৯ জানুয়ারির মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

একই সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদের দায়িত্ব পালন করতে পারবেন বলে দেওয়া হাইকোর্টের আদেশ বাতিল করেছেন আপিল বিভাগ।
বুধবার (১৪ ডিসেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

এদিকে জাপার সাবেক এক নেতার করা মামলায় আদালতের আদেশের কারণে গত ৩০ অক্টোবর থেকে জাপা চেয়ারম্যান জি এম কাদের দলীয় সিদ্ধান্ত গ্রহণ থেকে দূরে আছেন।

গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে জি এম কাদের ও রওশন এরশাদের সাক্ষাতের পর জাপার সঙ্গে সরকারের সম্পর্কে যে টানাপোড়েন চলছে, সেটার একটা সুরাহা হওয়ার কথা থাকলেও তা হয়নি বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, সংখ্যায় সাতজন হলেও জাতীয় সংসদ থেকে বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে সরকার রাজনৈতিকভাবে কিছুটা হলেও চাপে পড়েছে। ফলে সংসদের প্রধান বিরোধী দল জাপার গুরুত্ব সরকারের কাছে বেড়েছে। তাই রাজনৈতিক কৌশলগত কারণে বিএনপির শূন্য আসনগুলো জাপাকে দিতে চায় সরকার।