গুরুদাসপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক । ১৫ ডিসেম্বর ২০২২

গুরুদাসপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : সারা দেশের ন্যায় নাটোরের গুরুদাসপুরেও উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের সভাপতিত্বে উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এরপর মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্সে বঙ্গবন্ধুর মোড়ালসহ উপজেলার বিভিন্ন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় সহকারী কমিশনার (ভুমি) মেহেদী হাসান শাকিল, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহেদুজ্জামান, কৃষি কর্মকর্তা হারুনর রশিদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. মিলন হোসেন, বীর মুক্তিযোদ্ধা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে বাঙালি জাতিকে মেধা শূণ্য করার লক্ষ্যে তারা তাদের এ দেশীয় দোসরদের নিয়ে শিক্ষক, শিল্পী, বিজ্ঞানী, সাহিত্যিক, চিকিৎসক, সাংবাদিক, প্রকৌশলী, চিন্তক, আইনজীবী, সরকারী কর্মকর্তাসহ বহু মানুষকে হত্যা করে।