শহীদ বুদ্ধিজীবী দিবসে স্বাচিপের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক । ১৫ ডিসেম্বর ২০২২

শহীদ বুদ্ধিজীবী দিবসে স্বাচিপের আলোচনা সভা অনুষ্ঠিত

শহীদ বুদ্ধিজীবী দিবসে সকল শহীদকে স্মরণ করে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে স্বাধীনতার চেতনায় বিশ্বাসী চিকিৎসকদের সংগঠন স্বাধিনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)

বুধবার (১৪ ডিসেম্বর) রাজধানীর কলাবাগানে স্বাচিপ মিলয়াতনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা.আ.ফ.ম.রুহুল হক বলেন,পূর্ব পাকিস্তানকে মেধা শুন্য করার যে প্রচেষ্টা শুরু হয়েছিল তারই ধারাবাহিকতায় ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করা হয়।সেই মুক্তিযুদ্ধের সময়ের অপশক্তি এখনো কাজ করে যাচ্ছে।তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।তাদের স্বপ্ন কখনো পূরণ হবে না।

মানুষের সেবার পাশাপাশি ডাক্তারদের অতিতের স্বাস্থ্য ব্যবস্থা কি ছিল এখন কি হয়েছে তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহবান জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন,প্রধানমন্ত্রী চিকিৎসা ব্যবস্থা কে জনগণের দোড়-গোড়ায় নিয়ে গেছেন।যার প্রমান কমিউনিটি ক্লিনিক। যার মাধ্যমে গরিব মানুষ বিনা মূল্য চিকিৎসা সেবা পাচ্ছে।তাই আমি বলব,চিকিৎসক সমাজকে তার ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে।

করোনার সময় ভ্যাক্সিন প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে প্রাপ্তি সম্ভব হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, তার অবদান ছাড়া এই করোনায় এতো ভ্যাগসিন পেতাম না।তিনি তার পিতার মত জানেন জনগণের জন্য কি কাজ করতে হবে।হাসপাতাল গুলোতে বেডের সংখ্যা বাড়িয়ে দিছেন।তাই ভুলে গেলে চলবে না।তিনিও আমাদের কাছে চান।তিনি চান মানুষ যাতে চিকিৎসা পান।


বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন(বিএমএ) এর সভাপতি ডা.মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন,পাকিস্তানি রা বুঝতে পেরেছিল তাদের দেশ ছেড়ে পালাতে হবে।তাই তারা ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করেছিল।তিনি বলেন, যতদিন এই বাংলাদেশ থাকবে শেখ হাসিনার হাতে এই দেশ পথ হারাবে না।

এসময় তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদের সকল নেতা কর্মীদের বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে সব বিভেদ ভুলে দেশের জন্য কাজ করার আহবান জানান।
স্বাচিপ নেতা মো. আবু রায়হান বলেন, "স্বাধিনতার স্বপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলেই আমাদের সংগঠনও শক্তিশালী হবে।"

স্বাধিনতা চিকিৎসা পরিষদ স্বাচিপ এর সভাপতি ডা.জামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন শহীদ ডা.আলীম চৌধুরীর সহধর্মিণী মিসেস শ্যামলী নাসরিন চৌধুরী, শহীদ ডা.আস্রাফ আলী তালুকদারের সন্তান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডা.মাসুদুল হাসান। আলোচনা সভা সঞ্চালনা করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা.মো কামরুল হাসান মিলন।