নেতাকর্মীদের বিরুদ্ধে পুরোনো মামলাগুলোতে তড়িঘড়ি রায় দেওয়ার চেষ্টা করছে -ফখরুল

নিজস্ব প্রতিবেদক । ১৫ জুন ২০২৩

নেতাকর্মীদের বিরুদ্ধে পুরোনো মামলাগুলোতে তড়িঘড়ি রায় দেওয়ার চেষ্টা করছে -ফখরুল

সরকার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা পুরোনো মামলাগুলোতে তড়িঘড়ি রায় দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক পুরোনো মামলাগুলো আবার সচল হচ্ছে। তড়িঘড়ি সেসব মামলার রায় দিতেও চেষ্টা করে যাচ্ছে সরকার। তাদের (সরকার) মূল উদ্দেশ্য, বিএনপিকে মাঠে নামতে না দেওয়া, মাঠছাড়া করা। আগের মতো একতরফা নির্বাচন করে ক্ষমতায় থেকে যাওয়ার লক্ষ্যে এ কাজ করছে সরকার।’

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজজামান দুদু, উপদেষ্টা আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন প্রমুখ।

মির্জা ফখরুল বলেন, ‘গতকাল (বুধবার) চট্টগামে তারুণ্যের সমাবেশে আসা ও যাওয়ার সময় যুবদলের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। আমাদের কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। কী একটা অবস্থা..আমাদের ওপর হামলা চালিয়ে আবার আমাদের নামেই মামলা দিচ্ছে।’