নিজস্ব প্রতিবেদক । ১৫ আগস্ট ২০২৪
বগুড়ায় সিরাজুল ইসলামের হত্যাকারীদের ফাঁসির দাবিতে সদর উপজেলার শাখারিয়ায় মানববন্ধনের আয়োজন করেন গ্রামবাসীরা।
বুধবার ১৪ আগষ্ট সদর উপজেলার পৌরসভার ১৯ নং ওয়ার্ডের শাখারিয়া নামাবালার গ্রামবাসীসহ সর্বস্তরের মানুষ এই মানববন্ধনে অংশগ্রহন করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ১৯ নং ওয়ার্ড পৌরসভার আওয়ামী লীগের সন্ত্রাশী ওসমান আলীর ছেলে খলিল, আলতাফ মাষ্টারের ছেলে বিপ্লবের নেতৃত্বে ৬ আগষ্ট দেশীয় অস্ত্র নিয়ে একই এলাকার মোজাম মোল্লার ৩য় ছেলে সিরাজুল ইসলামকে ক্ষোভের বশবর্তী হয়ে অতর্কিত হামলায় কুপিয়ে জখম করে। আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোগীর অবস্থা বেগতিক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তর করার পরামর্শ দেয়।
আহত সিরাজুলকে রাজধানীর আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হলে গত ৯ আগষ্ট সেখানে তিনি মারা যান।
পরবর্তীতে ১৪ আগষ্ট সিরাজুল ইসলামের মরদেহ তার গ্রামের বাড়ি শাখারিয়ায় দাফন করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম পেশায় রং মিস্ত্রি। নিহত সিরাজুলের স্ত্রী ও একটি কন্যা সন্তান রয়েছে।
মানববন্ধনে বক্তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান।
এসময় উপস্থিতি ছিলেন মোঃ মাহফুজার রহমান, আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্ণপর থানা,মো: রেজাউল করিম সভাপতি ১৯ নং ওয়ার্ড বি এন বি, মোঃ দেলোয়ার হোসেন মুক্তি সাধারণ সম্পাদক ১৯ নং ওয়ার্ড বি এন বি, মো:রফিকুল ইসলাম লাদু সহ সভাপতি ১৯ নং ওয়ার্ড বি এন বি, মো: মিস্টার জয়েন্ট সেক্রেটারি ১৯ নং ওয়ার্ড বি এন বি, মোঃ জুয়েল ছাত্র বিষয়ক সম্পাদক ১৯ নং ওয়ার্ড বি এন বি, মো: আলম সদস্য ১৯ নং ওয়ার্ড বি এন বি, মো: দেলোয়ার হোসেন সদস্য ১৯ নং ওয়ার্ড বি এন বি, মোঃ হযরত সদস্য ১৯ নং ওয়ার্ড বি এন বি, মো: মোশারফ হোসেন সদস্য ১৯ নং ওয়ার্ড বি এন বি, মো: কামাল পাশা সভাপতি যুবদল ১৯ নং ওয়ার্ড , মোঃ সোনা মিয়া সহ সাংগঠন যুবদল১৯ নং ওয়ার্ড , মোঃ গফুর সদস্য যুবদল১৯ নং ওয়ার্ড , আল- আমিন ইসলাম তুহিন যুগ্ম আহবায়ক বগুড়া সদর থানা, আবু জাফর ছাত্র নেতা, ডা: মোস্তাফা, রুহুল আমিন বাকি, আবু বক্কর সিদ্দিক, নজরুল ইসলাম বাবু, রেজাউল, সহ আরো গণ্য মান্য ব্যাক্তি।