নিজস্ব প্রতিবেদক । ১৫ অক্টোবর ২০২৩
বিএনপি শর্ত প্রত্যাহার করলে সংলাপের বিষয়টি চিন্তা করে দেখা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ রোববার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং সাংবাদিকের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে এই প্রেস ব্রিফিং হয়.
বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক ও সহিংসতামুক্ত জাতীয় নির্বাচন নিশ্চিতের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে অর্থবহ সংলাপে বসতে বলেছে যুক্তরাষ্ট্রের প্রাক্-নির্বাচনী পর্যবেক্ষক দল। ১৪ অক্টোবর ওয়াশিংটন থেকে প্রচারিত যুক্তরাষ্ট্রের প্রাক্-নির্বাচনী পর্যবেক্ষক দলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের প্রাক্-নির্বাচনী পর্যবেক্ষক দলের এই আহ্বানের বিষয়ে ওবায়দুল কাদেরের কাছে প্রশ্ন রাখেন সাংবাদিকেরা।
জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি যদি তাদের চার শর্ত প্রত্যাহার করে, তাহলে সংলাপের বিষয়টি চিন্তা করে দেখা হবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, শর্তযুক্ত সংলাপের বিষয়ে তাঁদের কোনো চিন্তাভাবনা নেই।