বিশ্ব ইজতেমায় মুসল্লীদের মোবাইল চুরি গ্রেফতার-১

নিজস্ব প্রতিবেদক । ১৭ জানুয়ারি ২০২৩

বিশ্ব ইজতেমায় মুসল্লীদের মোবাইল চুরি গ্রেফতার-১

সুমন সরদার (বগুড়া থেকে) -  চোরে না শোনে ধর্মের কাহিনী, আবার কেও কেও বলে চোরের নাই মা-মাসী। এমনটাই ঘটেছে সদ্য বিশ্ব ইজতেমায় আসা ধর্মপ্রাণ মুসল্লীদের সাথে। বর্তমানে মোবাইল ফোন ছাড়া নেট দুনিয়া কল্পনাও করা যায়না এক মূহুর্ত। আর সেই সুযোগ কাজে লাগিয়েছে বগুড়ার চোর সোহাগ। রীতিমত ৪৯ পিস মোবাইল বগলদাবা করেও শেষ রক্ষা হয়নি।

পুলিশ চিরুনি অভিযান চালিয়ে চোরাই মোবাইলসহ তাঁকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সোহাগ হোসেন (২৪) বগুড়া সদর উপজেলার চেলোপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

জানা গেছে, প্রথম ধাপের বিশ্ব ইজতেমায় আসা ধর্মপ্রাণ মুসল্লী ইবাদতে মগ্ন থাকাকালীন সময়ে তাদের ব্যবহৃত বিভিন্ন ব্রান্ডের ৪৯ টি মোবাইল ফোন চুরি করে শাজাহানপুরে আত্মগোপন করেছে এক চোর।

এমন তথ্যের ভিত্তিতে সোমবার (১৬ জানুয়ারী) দুপুর পৌনে ১টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বড়পাথার এলাকায় অভিযান চালিয়ে সোহাগকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বগুড়ার শাজাহানপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।