মিথ্যা মামলা দিয়ে দমানো যাবেনা --মহাদেবপুরে বিএনপি নেতা বুলেট

নিজস্ব প্রতিবেদক । ১৭ জানুয়ারি ২০২৩

মিথ্যা মামলা দিয়ে দমানো যাবেনা --মহাদেবপুরে বিএনপি নেতা বুলেট

 কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ:
নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ রবিউল আলম বুলেট বলেছেন, মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে দমানো যাবেনা। মামলা হামলা দিয়ে জনতার আন্দোলন বন্ধ করা যাবেনা। সারাদেশে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা বোমা বিস্ফোরণের মামলা দিয়ে আটক করা হয়েছে। কিন্তু তাদের দমানো যায়নি। তিনি বলেন, সারাদেশের মত মহাদেবপুরেও সরকারি দল নিজেরাই মিথ্যা পটকা ফুটানোর নাটক করে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা দিয়েছে।

এই মামলায় উপজেলা বিএনপির সাংগঠনিক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সম্পাদক সাজ্জাদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা এরশাদ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান, সদস্য চঞ্চল রহমান, ফায়জুল ইসলাম সবুজ ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ জেলে রয়েছেন।

মহামান্য হাইকোর্ট তাদেরকে আগাম জামিন দিলেও জেলা জজ কোর্ট তাদেরকে জেল হাজতে নেয়। তিনি অবিলম্বে তাদের মিথ্যা মামলা প্রত্যাহার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি দাবি করেন। সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলা সদরের বাসস্ট্যান্ডে ১০ দফা দাবি আদায়, বিদ্যুতের দাম কমানো, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সকল রাজবন্দীর মুক্তির দাবিতে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতির বক্তব্য দানকালে তিনি কথাগুলো বলেন।

উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির ১নং সদস্য ও প্রতিনিধি দলের সদস্য কাজী সামছুজ্জোহা মিলনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সহ-সভাপতি কছিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক এস, এম, হান্নান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুস সোবহান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ১নং সদস্য আতিকুর রহমান, জাহাঙ্গীরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতা হানিফ মন্ডল প্রমুখ। এসময় অন্যদের মধ্যে জেলা মহিলা দলের সহ-সভাপতি কাজী রওশন জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক নারগিস পারভীন, ঝরনা বেগম, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাসস্ট্যান্ড বণিক সমিতির সভাপতি মনিরুল হক মনি, যুগ্ম সাধারণ সম্পাদক কিউ, এম, সাঈদ টিটো, এনায়েতপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মমতাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক মতিবুল ইসলাম লিটন, বিএনপি নেতা ফেরদৌস আলম, যুবদল নেতা শাহাদৎ হোসেন শান্ত প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাসস্ট্যান্ডে এসে সমাবেশে মিলিত হয়।u