কেরানীগঞ্জে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টারের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক । ১৬ আগস্ট ২০২৩

কেরানীগঞ্জে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টারের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন

কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে।

গতকাল ১৫ ই আগস্ট মঙ্গলবার কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে সকাল ১১ টায় ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার -ভার্ক (সিংগাইর এরিয়া,রুহিতপুর শাখার ) এর আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -ঢাকা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য -জনাব আবুল হোসেন খান মুকুল।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ৮ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি-কামরুল হাসান জিন্না ও ৮ নং ওয়ার্ডের মেম্বার-আব্দুর রহিম খান ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র শাখার ব্যবস্থাপক -মোঃ মজিদুর রহমান ,শাখা ব্যবস্থাপক (ইর্ন্টান)-প্রদীপ সাহা ও শরীফ আহমেদ( সিনিয়র প্রোগ্রাম অর্গানাইজার)।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি আবুল হোসেন মুকুল এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন -'এমন আয়োজনে পরিবেশ ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে'।

স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চারা বিতরণ ও মিলাদ মাহফিল আয়োজন করার উদ্যোগ গ্রহণ করেন সংগঠনটির অত্র শাখা ব্যবস্থাপক মোঃ মজিদুর রহমান মহান।