সাময়িক বন্ধ জাতীয় পরিচয়পত্র সেবা

নিজস্ব প্রতিবেদক । ১৬ আগস্ট ২০২৩

সাময়িক বন্ধ জাতীয় পরিচয়পত্র সেবা

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারের পরিষেবা সাময়িক বন্ধ রাখা হয়েছে। রক্ষণাবেক্ষণের জন্য আজ বুধবার সকাল থেকে বন্ধ রাখা হয়েছে বলে সূত্রে জানা গেছে।

নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র বিভাগের এক সূত্র জানা গেছে, এনআইডি সেবা কিছু সময়ের জন্য বন্ধ আছে। গত রাতে কিছু কাজ করা হয়েছে। কাজ শেষ হলে কিছুক্ষণের মধ্যে এনআইডি সেবা চালু হবে।

সূত্র বলছে, জাতীয় পরিচয়পত্র সেবাসংক্রান্ত এই ওয়েবসাইট হ্যাক হওয়ার সম্ভাবনা নেই। সব দিক খতিয়ে দেখতে মহাপরিচালকের নির্দেশে কারিগরি দল কাজ করছে।

এনআইডির তথ্যভাণ্ডারে প্রায় ১২ কোটি ভোটারের কমবেশি ৩০ ধরনের ব্যক্তিগত তথ্য আছে। এ ছাড়াও ১৭১টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ইসির এই তথ্যভাণ্ডার থেকে প্রতিনিয়ত তথ্য যাচাইসংক্রান্ত সেবা নিচ্ছে।