নিজস্ব প্রতিবেদক । ১৮ জানুয়ারি ২০২৩
বগুড়া-৪ ও ৬ আসনের স্বতন্ত্র থেকে মনোনয়নপ্রত্যাশী মো. আশরাফুল আলম ওরফে হিরো আলমের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে হিরো আলমের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবীরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের
পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।
গতকাল (সোমবার) বগুড়া-৪ ও ৬ আসনের স্বতন্ত্র থেকে মনোনয়নপ্রত্যাশী হিরো আলম প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশনের সচিব ও জেলা রিটার্নিং কর্মকর্তাসহ চারজনকে বিবাদী করা হয়েছে।
এর আগে, বগুড়া-৪ ও ৬ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মো. আশরাফুল হোসেন আলম ওরফে
হিরো আলম। কিন্তু ভোটার তালিকায় গরমিল থাকায় তার মনোনয়নপত্র প্রথমে জেলা রিটার্নিং কর্মকর্তা পরে নির্বাচন কমিশন থেকেও বাতিল করা হয়। এরপর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করলেন হিরো আলম।
প্রসঙ্গত, বগুড়া-৪ ও ৬ এই দুই আসনেই উপ-নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে লড়াই করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন হিরো আলম। গত ৮ তারিখে তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন সেখানের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম। জানানো হয়, নির্দল প্রার্থী হিসাবে লড়াই করতে হলে সেখানের ভোটার সমর্থন আছে তা সই করে একটি ফর্ম জমা দিতে হয়। কিন্তু ওই তালিকায় গরমিল আছে। এই কারণে তাঁর মনোনয়ন পত্র বাতিল করা হয়। এর পরে তাঁর মনোনয়ন গ্রহণ করার দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেন হিরো আলম। কিন্তু তাঁর সেই আবেদন খারিজ করে নির্বাচন কমিশন।