'বিএনপির হাঁকডাক অন্তঃসারশূন্য, আইএমএফ-বিশ্বসংস্থার রিপোর্টেই তা প্রমানিত'

নিজস্ব প্রতিবেদক । ১৮ জানুয়ারি ২০২৩

'বিএনপির হাঁকডাক অন্তঃসারশূন্য, আইএমএফ-বিশ্বসংস্থার রিপোর্টেই তা প্রমানিত'

আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী এখন বাংলাদেশের অর্থনীতির আকার বিশ্বের ৩৫তম উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মানুষকে বিভ্রান্ত করার জন্য বিএনপির হাঁকডাক যে অন্তঃসারশূন্য সেটি আইএমএফ, বিশ্বসংস্থার রিপোর্ট বলে দিচ্ছে। এ জন্য তাদের মাথা খারাপ হয়ে গেছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘আবদুল গাফফার চৌধুরী স্মারকগ্রন্থ’ প্রকাশ উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গতকাল চট্টগ্রামে বিএনপির সমাবেশ থেকে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা অভিযোগ এসেছে। এ বিষয়ে সরকার কী ভাবছে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, আমরা সবসময় বলে আসছি, দেশে অশান্তি সৃষ্টি করতেই বিএনপি সভা-সমাবেশ করছে। অতীতের সন্ত্রাস-নৈরাজ্যের পথ থেকে তারা বের হয়নি। সেটির বহিঃপ্রকাশ তারা চট্টগ্রামে দেখিয়েছে।

আর এদিকে ঢাকায় সংবাদ সম্মেলন করে খন্দকার মোশাররফ হোসেন বলেন যে তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে চান। তাদের শান্তিপূর্ণ আন্দোলনের নমুনা হচ্ছে পুলিশের ওপর হামলা, গাড়িঘোড়া ভাঙচুর ও অগ্নিসংযোগ। আর এটিকেই শান্তিপূর্ণ বলেন তারা। কিন্তু অশান্তি সৃষ্টি করতেই তারা এই সমাবেশগুলো করছেন, বলেন হাছান মাহমুদ।

তিনি আরও বলেন, যেহেতু সমাবেশের নামে তারা আবারও অগ্নিসংযোগ শুরু করেছে। পুলিশের ওপর হামলা করছে, জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত করছে। কাজেই ভবিষ্যতে তাদের আন্দোলন নিয়ে সতর্ক থাকতে হবে। আমি সেটিই মনে করি। তারা সমাবেশের কথা বলে কী করে তা নিয়ে আমাদের আবার ভাবতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি গত কয়েকদিন ধরে আপনারা দেখতে পারছেন। রাতের অন্ধকারে বিদেশি কূটনীতিকদের কাছে ছুটে যাওয়া আর পদলেহন করার নীতি গ্রহণ করেছে বিএনপি। কিন্তু পদলেহন করে কোনো লাভ হয়নি। সেটি তারা বুঝতে পেরেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও নিরাপত্তার বাহিনীর কর্মকর্তারা এরই মধ্যে বাংলাদেশ সফর করে গেছেন।

তিনি বলেন, সম্প্রতি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেছেন বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর কাজকর্মে গুণগত উন্নতি হয়েছে। তারা আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যদের সহায়তা করতে চান। কারিগরি ও প্রশিক্ষণ দিতে চান। এতে তাদের (বিএনপি নেতাদের) মাথা খারাপ হয়ে গেছে। যে কারণে তারা আবোল তাবোল বকা শুরু করে দিয়েছেন।