নিজস্ব প্রতিবেদক । ১৭ এপ্রিল ২০২৪
ঢাকায় অবস্থানরত নাঙ্গলকোটের ছাত্রদের সংগঠন নাঙ্গলকোট ছাত্র ফোরাম ঢাকা'র উদ্যোগে স্থানীয় এক ঝাঁক শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। নাঙ্গলকোটের এক মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্র ফোরামের সভাপতি মুহিব্বুল্লাহ আল হুসাইনীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাহমুদুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মু'তাসিম বিল্লাহ শাহেদী৷ এসময় তিনি বলেন, ক্যারিয়ারকে শুধু আয়ের মাধ্যম হিসেবে বিবেচনায় না নিয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগাতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ, ঢাবির সাবেক শিক্ষার্থী খন্দকার আলমগীর হোসেন, অ্যাডভোকেট জাকির হোসেন, এন এস এফ'র সাবেক সভাপতি গিয়াস উদ্দিন, স্থানীয় ছাত্র সমন্বয়ক মিজানুর রহমান, ইব্রাহীম আজাদ, স্থানীয় ছাত্র প্রতিনিধি সেলিম ভূঁইয়া, শাখাওয়াত হোসেন, জাহিদ হোসেন প্রমুখ।
প্যানেল ডিসকাশন পর্বে আরো স্পিকার ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), ঢাবি ও মেডিকেলের শিক্ষার্থীরা।