নিজস্ব প্রতিবেদক । ১৭ মে ২০২৩
এই মাসে রিলিজ হচ্ছে জনপ্রিয় ইসলামিক সঙ্গীত শিল্পী আব্দুল হাসিব বিন ইদ্রিস এর‘জীবন চলার পথে’ শিরোনামে একটি নতুন নাশিদ।গানটি লিখেছেন গাজী খাইরুল ইসলাম এবং সুর করেছেন হাসান আহমেদ। কম্পজিশন করেছেন সালমান সাদিক সাইফ এবং ভিডিও নির্মাণ করেছেন নজরুল ইসলাম। ।গানটি আসবে হ্যাভেন টিউনের ইউটিউব চ্যানেলে।
শিল্পী আব্দুল হাসিব বিন ইদ্রিস বলেন, আমার অন্যান্য গানের মত এই গানও দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে। তাছাড়া এই গানটিতে মানুষের জীবন চলার পথে যে দুঃখ বাধা আসে সে দুঃখ বাধা ত্যাগ করে। আল্লাহ তায়ালা ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলার সম্পর্কে বলা হয়েছে। গানটি অডিও ভিডিও ভিন্ন ধারাই করা হয়েছে এবং কক্সবাজার ও ঢাকার বিভিন্ন স্থানে ভিডিও ধারন করা হয়েছে। আমার বিশ্বাস–দর্শকরা আমার এই গানকেও পছন্দ করবে।
আব্দুল হাসিব বিন ইদ্রিস এর জন্ম যশোর জেলার কোতয়ালী থানায়। দুই ভাইয়ের মধ্যে আব্দুল হাসিব সবার ছোট। শৈশব থেকেই ইসলামি সঙ্গীতের প্রতি আগ্রহ। বাবার সঙ্গে মাঝে মধ্যেই বিভিন্ন অনুষ্ঠান বা ওয়াজ মাহফিলে যাওয়া হত। গাওয়া হতো ইসলামি সঙ্গীতও।
এরপরে জনপ্রিয় সঙ্গীতশিল্পী গাজী আনাস রাওশান এর মাধ্যমে আব্দুল হাসিব বিন ইদ্রিস যোগ দেন হ্যাভেন টিউন এ। সেখান থেকেই তার উত্থান। একে একে এই পর্যন্ত তিনি গেয়েছেন ১৫ এর বেশি ইসলামি সঙ্গীত। ইউটিউব ও ফেসবুক ছাড়াও ৩০০ টিরও বেশি অডিও ভিডিও প্লাটফর্ম এ রয়েছে তার গান।
আব্দুল হাসিব বিন ইদ্রিস বলেন, ইসলামি সঙ্গীত হলো আমার ভালো লাগার একটি জায়গা। মৃত্যু পর্যন্ত আমি ইসলামি গান গেয়ে মানুষকে ইসলামের প্রতি দাওয়াত দিতে চাই।