নিজস্ব প্রতিবেদক । ১৭ জুলাই ২০২৩
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম ভোটকেন্দ্রে নিজের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন। এ ছাড়া বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কিছু লোকজন আমাদের কর্মীদের ওপর হামলা করেছে। এ সময় ভোট সুষ্ঠু হবে কিনা এ নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি।
সোমবার সকালে ভোটকেন্দ্র পরিদর্শনের সময় সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন হিরো আলম।
তিনি বলেন, ‘যারা আমার লোকদের বের করে দিয়েছেন, তাদের বুকে আওয়ামী লীগের ব্যাজ ছিল। আমি নির্বাচনে অংশ নেওয়ার শুরু থেকেই আওয়ামী লীগ আমার ওপর হামলা করছে।’
তিনি আরও বলেন, ‘এজেন্ট বের করে দিয়ে তারা একতরফা সিল মারার পরিকল্পনা করছে। তবে এখন পর্যন্ত আমি সিল মারার ঘটনা শুনিনি। কিন্তু আমাদের এজেন্টদের বের করে দিচ্ছে এবং মারধর করছে। এই নির্বাচন সুষ্ঠু হবে কিনা আমরা তা জানি না।’
স্বতন্ত্র প্রার্থী বলেন, ‘অনেকে হয়তো বলবেন— হিরো আলম এজেন্ট দেন না। আমরা কিন্তু ঠিকই এজেন্ট দিয়েছি। আমাদের এজেন্টদের বের করে দিচ্ছে। এমনকি আমাদের নারীদের ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। একজনের মোবাইল ফোন নিয়ে গেছে। ভোটকেন্দ্রে তাদের কোনো গুরুত্বই নেই।’
এ সময় হিরো আলমের প্রধান নির্বাচনি এজেন্ট মো. ইলিয়াস জানান, প্রত্যেকটি কেন্দ্রে তাদের এজেন্ট দেওয়া হয়েছিল। সব মিলিয়ে ৬২৪ জন এজেন্ট দায়িত্ব পালন করছেন। কিন্তু এরই মধ্যে অন্তত ১০-১২টি কেন্দ্র থেকে তাদের এজেন্ট বের করে দেওয়া হয়েছে।