আ. লীগ দেশের নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলেছে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক । ১৭ সেপ্টেম্বর ২০২২

আ. লীগ দেশের নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলেছে : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের রাজনৈতিক অঙ্গন এখন নষ্ট হয়ে গেছে, কলুষিত হয়ে গেছে। বাংলাদেশের রাজনীতির কাঠামো ভেঙে পড়েছে। আওয়ামী লীগ দেশের নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলেছে। নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করার নিয়ম থাকলেও সেই নির্বাচনে জনগণ অংশ নিতে পারে না।

আজ শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ড. মোশাররফ ফাউন্ডেশনের উদ্যোগে প্রয়াত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মাজহারুল আনোয়ারের স্মরণে রাষ্ট্রীয় কোনো উদ্যোগ না থাকায় আক্ষেপ করে মির্জা ফখরুল বলেন, ‘তাঁকে স্মরণ করার জন্য রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন ছিল।
কিন্তু এমন দেশে বাস করি, এমন রাজার রাজত্বে বাস করি, যারা এই দেশকে বিভক্ত করে ফেলেছে। দেশের সব অঙ্গনে বিভক্তি।’ তিনি বলেন, মাজহারুল আনোয়ার অনেক গুণের অধিকারী মানুষ। তাঁর অবদান ও সৃষ্টি পাহাড়সম। তাঁর গান চিরকাল থাকবে।

মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের সময়ে গাজী মাজহারুল আনোয়ারের গান জাতিকে ঐক্যবদ্ধ করতে অনুপ্রাণিত করেছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার সেই জাতিকে বিভক্ত করেছে। সব ক্ষেত্রেই আওয়ামী লীগ ও বিরোধী দুই পক্ষ।

দেশকে বর্তমান পরিস্থিতি থেকে থেকে রক্ষার করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশকে রক্ষার দায়িত্ব বিএনপির একার না। বিএনপি সব শক্তি দিয়ে চেষ্টা করছে। সবাইকে এগিয়ে আসতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, যাঁর গানে মানুষ অনুপ্রাণিত হয়েছিলেন, তাঁর স্মরণসভা জাতীয়ভাবে হওয়া উচিত ছিল। গাজী মাজহারুল আনোয়ার দেশের সব বড় বড় সম্মান ও পদকে ভূষিত হয়েছিলেন।