নিজস্ব প্রতিবেদক । ১৭ নভেম্বর ২০২৩
আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত হবে বেশ কিছুদিন পর। তবে কুড়িগ্রাম-৪ আসনে এরই মধ্যে নৌকা প্রতীক পাওয়ার দাবি করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
এ আসনের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার সকাল থেকে জাকির হোসেনের পোস্টার দেখা যাচ্ছে। এতে লেখা– ‘অনেক অর্জন আমাদের, বাকি আরও অনেক কাজ, ব্রহ্মপুত্র সেতু ও রেললাইনের জন্য মো. জাকির হোসেন এমপিকে নৌকা মার্কায় ভোট দিন।’
এ ঘটনায় ক্ষমতাসীন দলের অনেক নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করেছেন। এ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ডা. ফারুকুল ইসলাম বলেন, ‘কিছুদিন আগে তিনি (জাকির হোসেন) এলাকায় মিছিল আর মিষ্টি বিতরণ করেছেন এবং সবাইকে বলেছেন যে তিনি দল থেকে মনোনয়ন পেয়েছেন। আসলে ঘটনাটি মিথ্যা।’
আরেক মনোনয়নপ্রত্যাশী আমজাদ হোসেন বলেন, ‘তিনি এমনভাবে পোস্টারিং করেছেন, যাতে মানুষ মনে করে দল তাঁকে টিকিট দিয়েছে।’
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু বলেন, ‘সবে তপশিল ঘোষণা হয়েছে। প্রধানমন্ত্রী যাকে দল থেকে মনোনয়ন দেবেন, তিনিই নৌকার প্রার্থী হয়ে প্রচারণা করবেন। কিন্তু এমন এক সময়ে প্রতিমন্ত্রীর এমন কাজ ঠিক হয়নি।’
জেলা নির্বাচন কমিশনার জিলহাজ উদ্দিন বলেন, ‘প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থী এ রকম নির্বাচনী পোস্টার করতে পারেন না। এ ব্যাপারে প্রতিমন্ত্রীসহ সব প্রার্থীকে চিঠি দেওয়া হবে।’
এ ব্যাপারে চেষ্টা করেও প্রতিমন্ত্রীর বক্তব্য পাওয়া যায়নি।