নিজস্ব প্রতিবেদক । ১৭ নভেম্বর ২০২৪
ঢাকা কলেজস্থ বাগেরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি আগামী এক বছরের জন্য ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নাঈম তালুকদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন আল আমিন খলিফা।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন শিমুল শিকারী। এছাড়াও সাতজন সহ-সভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সাগর তালুকদার এবং সাতজন যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
সেই সঙ্গে সাতজন সাংগঠনিক সম্পাদকও নির্বাচিত হয়েছেন।
এছাড়া, নতুন কমিটিতে ১৪ সদস্যের উপদেষ্টা মণ্ডলীরও ঘোষণা দেওয়া হয়েছে।
নতুন নেতৃত্বের প্রতি সংগঠনের সদস্যরা আশাবাদী যে, তারা বাগেরহাট জেলার শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।