নিজস্ব প্রতিবেদক । ১৭ ডিসেম্বর ২০২২
আগামী মার্চের শেষের দিকেই শুরু হতে যাচ্ছে মুসলিমদের মহিমান্বিত মাস রমজান। যদিও সিয়াম সাধনার এ মাস শুরু শুধুমাত্র চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
তবে আগামী ২৩ মার্চ, বৃহস্পতিবার রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ হতে পারে। আর ঈদ-উল-ফিতর ২১ এপ্রিল, শুক্রবার হতে পারে।
ইসলামি জ্যোতির্বিদদের বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতের সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জ্যোতির্বিদদের হিসেব অনুযায়ী, পবিত্র মাহে রমজান আসতে এখনো চার মাসেরও বেশি সময় বাকি।
যদিও পবিত্র রমজান মাস ও ঈদের সুনির্দিষ্ট তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। চাঁদ দেখার ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেয় মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ।
আরব আমিরাতের জ্যোতির্বিদদের হিসেব অনুযায়ী, পবিত্র রমজান মাস আগামী বছরের ২৩ মার্চ, বৃহস্পতিবার শুরু হবে এবং শেষ হতে পারে ২০ এপ্রিল, বৃহস্পতিবার।