১৬ ডিসেম্বরে ৯৩ হাজার পাকিস্তানি সেনা ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল- ভারতের সম্প্রচারমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক । ১৮ ডিসেম্বর ২০২২

১৬ ডিসেম্বরে ৯৩ হাজার পাকিস্তানি সেনা ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল- ভারতের সম্প্রচারমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর মন্তব্যের কড়া সমালোচনা করেছে নয়াদিল্লি। এ নিয়ে আজ শুক্রবার একটি বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছে, ‘এই মন্তব্য অত্যন্ত নিম্নমানের এবং তা পাকিস্তানের সঙ্গেও যায় না।’ খবর এনডিটিভির।

বিলাওয়ালের মন্তব্যকে ‘জঘন্য ও লজ্জাজনক’ আখ্যায়িত করেছেন ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি বলেন, ‘মনে হয় এখনো ১৯৭১ সালের কষ্ট ভুলতে পারেনি। ওই দিন (১৬ ডিসেম্বর) ৯৩ হাজারের বেশি পাকিস্তানি সেনা ভারতের কাছে আত্মসমর্পণ করেছিলেন। এই পরাজয়ের পর তাঁর নানা (পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো) কেঁদেছিলেন।

গত বৃহস্পতিবার নরেন্দ্র মোদিকে ইঙ্গিত করে বিলাওয়াল ভুট্টো জাতিসংঘে বলেছিলেন, ‘ওসামা বিন লাদেন মারা গেছেন, তবে গুজরাটের কসাই জীবিত; আর তিনি হলেন ভারতের প্রধানমন্ত্রী।’ এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ বলে উল্লেখ করেছিলেন।

১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। দিনটির দিকে ইঙ্গিত করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী অবশ্যই ১৯৭১ সালে আজকের দিনটির কথা ভুলে গেছেন। বাঙালি ও হিন্দুদের বিরুদ্ধে পাকিস্তান সরকার যে গণহত্যা চালিয়েছিল, তার ফলেই ১৬ ডিসেম্বর এসেছিল। নিজ দেশের সংখ্যালঘুদের সঙ্গে পাকিস্তানের আচরণ এখনো বদলায়নি বলে মনে হচ্ছে।’

বিলাওয়াল ভু্ট্টোর মন্তব্যে চটেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রীরাও। পররাষ্ট্র উপমন্ত্রী মীনাক্ষী লেখি বলেছেন, ‘পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যে ভাষা ব্যবহার করেছেন, তা থেকে বোঝা যাচ্ছে তিনি শুধু একটি দেউলিয়া দেশের প্রতিনিধিত্ব করছেন না; বরং মানসিকভাবেও তিনি দেউলিয়া।’