বগুড়া ৪ ও ৬ আসনের আসনের উপ-নির্বাচনের জন্য প্রতিক পেলেন হিরো আলম

নিজস্ব প্রতিবেদক । ১৯ জানুয়ারি ২০২৩

বগুড়া ৪ ও ৬ আসনের আসনের উপ-নির্বাচনের জন্য প্রতিক পেলেন হিরো আলম

প্রতীক বরাদ্দের পরই জমে উঠেছে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ আসনের (সদর) আসনের উপ-নির্বাচনের প্রচারণা।

ভোটারদের কাছে বার্তা পৌঁছানোর জন্য দ্রুত পোস্টার-ব্যানারও ছাপানো হয়েছে।

তবে প্রতীক বরাদ্দ পাওয়ার একদিন পর হাইকোর্টে রিট করে বাতিল হওয়া প্রার্থীতা ফিরে পান হিরো আলম। তাই বুধবার (১৮ জানুয়ারি) প্রতীক
গ্রহণ করেন তিনি। তবে তার চাওয়া সিংহ প্রতীকের পরিবর্তে তাকে দেওয়া হয় একতারা প্রতীক।

বুধবার (১৮ জানুয়ারি) বগুরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম দুটি আসনেই স্বতন্ত্র প্রার্থী হিরো আমলের হাতে একতারা
প্রতীক তুলে দিন।