নিজস্ব প্রতিবেদক । ১৯ নভেম্বর ২০২২
গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধি
নাটোর: বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে নাটোরের গুরুদাসপুরে বিশাল আনন্দ র্যালি করেছে আর্জেন্টিনার সমর্থকেরা। শুক্রবার (১৮ নভেম্বর)) বিকেল ৪টায় উপজেলা পৌর শহরের বিলচলন শহিদ সামসুজ্জোহা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে এ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আর্জেন্টিনা সমর্থক শিক্ষার্থী মাজেদুর রহমানের নেতৃত্বে র্যালিতে সবার কণ্ঠে ছিল আর্জেন্টিনা আর মেসির স্লোগান। বাঁশি বাজিয়ে ও গায়ে আর্জেন্টিনার জার্সি পরে সবাই র্যালিতে অংশগ্রহণ করে। এ সময় আর্জেন্টিনা ও বাংলাদেশের পতাকা প্রদর্শন করা হয়।
আর্জেন্টিনা সমর্থক মুন্না, রিকো, নাইম ও রাজিব বলেন, শুক্রবার আর্জেন্টিনা সমর্থকদের র্যালিতে অংশগ্রহণ করার জন্য বৃহস্পতিবার উপজেলাব্যাপী মাইকিং বের করা হয়েছিলো। বিভিন্ন ইউনিয়ন থেকে সমর্থকরা কলেজ ক্যাম্পাসে উপস্থিত হতে শুরু করে। পরে সবাই একত্রিত হওয়ার পর বিকেল ৪টার সময় মোটরসাইকেল যোগে আনন্দ র্যালি বের করা হয়। প্রায় ৪ শতাধিক যুবক অংশগ্রহণ করেছিলেন।
আর্জেন্টিনা সমর্থক সজল নামে আরেক সমর্থক বলেন, মেসির নেতৃত্বে আর্জেন্টিনা টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকায় এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা টিম বেশ উজ্জীবিত যা বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখবে।
এদিকে আর্জেন্টিনার সমর্থকদের এমন বিশাল আনন্দ মিছিল দেখে ব্রাজিল সমর্থকেরা আনন্দ মিছিলের পরিকল্পনা করছেন।