বগুড়ায় মাধ্যমিক স্কুল পর্যায়ের ৫১ তম শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

নিজস্ব প্রতিবেদক । ২০ জানুয়ারি ২০২৩

বগুড়ায় মাধ্যমিক স্কুল পর্যায়ের ৫১ তম শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

বগুড়া জেলা প্রতিনিধি-  বগুড়া বীর মুক্তিযোদ্ধা আলাহাজ্ব মমতাজ উদ্দিন স্টেডিয়ামে (১৯ জানুয়ারি) বৃহস্পতিবার থেকে ৪ দিন ব্যাপী জেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা (মাধ্যমিক পর্যায়ের) ৫১ তম শীত কালিন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।

১৯ জানুয়ারি বেলা ১১ টায় বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে এই শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রতিযোগিদের শুধুমাত্র পাঠ্যপুস্তকের মধ্যে সীমবদ্ধ থাকলে চলবে না। শরীর গঠনে ক্রীড়া প্রতিযোগিতা বিশেষ ভুমিকা রয়েছে বলে তিনি তার বক্তব্যে তুলে ধরেন।

জেলা শিক্ষা অফিসার হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) আব্দুর রশিদ, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিন, জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা।

আগামী ২২ জানুয়ারী এই প্রতিযোগিতার সমাপ্ত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ক্ষুদে প্রতিযোাগীরা কুচকাওয়াজ ও মুক্তিযুদ্ধের পটভূমিতে মনমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে। এই প্রতিযোগীতা এ্যাথলেটিক, ভলিবল, ফুটবলসহ নানা প্রতিযোগিতা থাকছে।