বিএনপির সঙ্গে মাঠের আন্দোলনে একমত জমিয়তের একাংশ

নিজস্ব প্রতিবেদক । ১৯ জুন ২০২২

বিএনপির সঙ্গে মাঠের আন্দোলনে একমত জমিয়তের একাংশ

‘গণতন্ত্র ধ্বংসকারী’ বর্তমান সরকারকে হটানোর লক্ষ্যে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের বিষয়ে একমত হয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (একাংশ)। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দুই দলের সংলাপের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন।

আজ শনিবার সন্ধ্যায় ২০-দলীয় জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে বিএনপির সংলাপ হয়। সভাপতি মনসুরুল হাসানের নেতৃত্বে জমিয়তে উলামায়ে ইসলামের ১০ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বিএনপি নেতাদের সংলাপ হয়। এতে মির্জা ফখরুল ইসলামের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলের সমন্বয়ক নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

সংলাপ শেষে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘একটা দুঃশাসন দেশের মানুষের ওপর চেপে বসে আছে। অনির্বাচিত একটি সরকার মুক্তিযুদ্ধের আশা-আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দিয়েছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে, প্রশাসনকে, বিচারব্যবস্থাকে দলীয়করণ করে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। এই দুঃশাসনের বিরুদ্ধে দেশের সব দল, সংগঠন ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ করে আমরা সংগ্রাম করার ব্যাপারে একমত হয়েছি।’

বিএনপির মহাসচিব বলেন, সংলাপে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৩৫ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার, সরকারকে পদত্যাগে বাধ্য করা, সংসদকে বিলুপ্ত করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে আন্দোলনে অংশগ্রহণকারী সব দলের মতামতের ভিত্তিতে একটি সরকার গঠন করার বিষয়ে দুই দলের নেতারা একমত হয়েছেন।