নিজস্ব প্রতিবেদক । ১৯ আগস্ট ২০২৩
ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির প্রধান অর্থ কর্মকর্তা ও পিপলএনটেক প্রেসিডেন্ট ফারহানা হানিপের সাথে সাক্ষাৎ করলেন যুক্তরাষ্ট্রে গমনেচ্ছু শিক্ষার্থীরা।
শনিবার ১৯ আগষ্ট বেলা ১১ টায় পিপলএনটেক বাংলাদেশ ক্যাম্পাসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে অবস্থিত ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজিতে উচ্চ শিক্ষা অর্জনের জন্য ভর্তির যোগ্যতা, ভর্তির জন্য সুযোগ - সুবিধা , টিউশন ফি, থাকা ও খাওয়া খরচ, ও অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ফারহানা হানিপ বলেন, যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষার জন্য আমরা বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুযোগ দিয়েছি আপনাদের এই সুযোগ গ্রহন করা উচিত।
শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য এই বিশ্ববিদ্যালয়ে কেন যাবেন এমন প্রশ্নের জবাবে ফারহানা হানিপ বলেন, 'পিপলএনটেক ও ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি এই দুইটি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী শিক্ষাব্যবস্থা হিসাবে গড়ে তুলতে অবিরাম কাজ করে যাচ্ছে।
বাংলাদেশীদের জীবনমান উন্নয়নের কথা মাথায় রেখে দীর্ঘ দেড় যুগ আগে আমারা এপার্টমেন্টের বেইসমেন্টে আইটি চাকুরী পাওয়ার জন্য যে শিক্ষা পদ্ধতি চালু করেছিলাম তা এখন বাংলাদেশ কমিউনিটির গন্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কমিউনিটির কাছে পৌছে গেছে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদেরকে অড জব থেকে বের করে আইট শিক্ষায় শিক্ষিত করে আইটিতে চাকুরীর ব্যবস্থা করার যে স্বপ্ন ছিল, তার সফল বাস্তবায়ন হয়েছে বলে তিনি উল্লেখ করেন । তিনি বলেন প্রায় আট হাজারেরও অধিক শিক্ষার্থীর আইটি জবের ব্যবস্থা করে পিপলএনটেক বর্তমানে যুক্তরাষ্ট্রর অন্যতম একটি সেরা আইটি ট্রেনিং সেন্টারে পরিনত হয়েছে'।
তিনি আরো বলেন,' যুগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশীদেরকে উন্নতির চরম শিখরে পৌছানোর জন্য পিপলএনটেক এর পাশাপাশি ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজিও বর্তমানে কাজ করে যাচ্ছে। তিনি বলেন চার বছরের ডিগ্রি নিয়ে যাতে করে বসে থাকতে না হয় তার জন্য ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি এবং পিপলএন্ডটেক ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির কর্মকর্তাবৃন্দ কাজ করে যাচ্ছেন। এ প্রসঙ্গে পিপলএন্ডটেক ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ছাত্রছাত্রীদের জন্য ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজির বিভিন্ন্ কোর্সে ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে বলেও তিনি জানান'।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন, চীফ অপারেটিং অফিসার আব্দুল হামিদ, ও বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ প্রতিনিধি মাছুমা ভুঞা ফারহা।