পিপলএনটেক প্রেসিডেন্ট ফারহানা হানিপ ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক । ১৯ আগস্ট ২০২৩

পিপলএনটেক প্রেসিডেন্ট ফারহানা হানিপ ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর সৌজন্য সাক্ষাৎ

পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির প্রেসিডেন্ট ও ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজির (ডব্লিউইউএসটি) চীফ ফিন্যানসিয়াল অফিসার ফারহানা হানিপের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম।

শনিবার (১৯ আগস্ট) দুপুরে ঢাকাস্থ পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির কার্যালয়ে তাদের সৌজন্য সাক্ষাৎ হয়।

শুভেচ্ছা বিনিময়কালে জাহাঙ্গীর আলম বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে প্রবাসীদের দক্ষতা বাড়াতে কাজ করে যাচ্ছে। শুধু দেশের বাইরে নয় দেশেও রয়েছে প্রতিষ্ঠানটির শাখা। যেখান থেকে প্রশিক্ষণ নিয়ে প্রতি বছর দক্ষ জনশক্তিতে পরিণত হচ্ছে হাজার হাজার যুবক, উচ্চ বেতনে চাকুরি পাচ্ছেন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে।

এবার প্রতিষ্ঠানটি ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় উপস্থিত ছিলেন ডব্লিউইউএসটি’র সাবেক শিক্ষার্থী এবং দৈনিক চট্টগ্রাম খবরের নির্বাহী সম্পাদক শেখ মো. আকিজ।

শুভেচ্ছা বিনিময়কালে আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম বলেন, পিপলএনটেক বিগত বছরগুলোতে যেমন দেশের ও দেশের বাইরে বাংলাদেশিদের দক্ষতা বাড়াতে কাজ করেছে সামনেও আশা করি কাজ করে যাবে। বিশ্ব এখন তথ্য ও প্রযুক্তি নির্ভর। এক্ষেত্রে যে যত বেশি দক্ষ সে তত বেশি এগিয়ে যাবে। আমরা আশা করি স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে পিপলএনটেক কাজ করে যাবে।

শুভেচ্ছা বিনময়কালে ফারহানা হানিপ বলেন, আমরা শিক্ষার্থীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে কাজ করছি। ঢাকায় যারা প্রশিক্ষণ নেন তাদেন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত আমরা প্রশিক্ষণ দিয়ে যাই। আর যারা যুক্তরাষ্ট্রে গিয়ে ভালো কোন চাকুরি পায় না তাদেরও দক্ষতা বৃদ্ধিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা চাই দেশের যুবসমাজ দেশের জন্য শক্তিতে পরিণত হোক তাহলে দেশ এগিয়ে যাবে।

তিনি আইটি ক্ষেত্রে এবং উচ্চ শিক্ষা প্রসারে সরকারের নানাবিধ পদক্ষেপের বিষয় কৃতজ্ঞতার সাথে স্মরণ করে তা অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সময় পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির উপদেষ্টা আবুল হোসেন মিয়া, ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন, চীফ অপারেটিং অফিসার আব্দুল হামিদ, ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির বাংলাদেশ প্রতিনিধি মাছুমা ভুঞা ফারহা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, পিপলএনটেক আইটি প্রশিক্ষণ নির্ভর একটি প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ও নিউইয়র্কে প্রতিষ্ঠানটির শাখা রয়েছে। ঢাকার গ্রিনরোড, পান্থপথ এবং ধানমন্ডিতেও এর শাখা রয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ। যিনি দেশের বাইরে প্রথম বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজির চেয়ারম্যান ও সিইও।