বেকার ভাতা দিবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক । ২০ ডিসেম্বর ২০২২

বেকার ভাতা দিবে বিএনপি

সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ তুলে ধরল বিএনপি। আজ সোমবার রাজধানীর একটি হোটেলে এ রূপরেখা তুলে ধরা হয়।  এর আগে ঢাকাসহ আট বিভাগেই গণসমাবেশ করে বিএনপি।

বিএনপির দেওয়া রূপরেখায় ২৩ নম্বরে বলা হয় দেশের শিক্ষিত বেকারদের ভাতা প্রদান করা হইবে।

রুপরেখায় তুলে ধরা হলো, এক বছরব্যাপী অথবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত, যেটাই আগে হইবে, শিক্ষিত বেকারদের বেকার ভাতা প্রদান করা হইবে। বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে নানামুখী বাস্তবসম্মত কর্মসূচি গ্রহণ করা হইবে।

যুবসমাজের ভিশন, চিন্তা ও আকাঙ্ক্ষাকে ধারণ করিয়া আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন করা হইবে।

যুবসমাজের দক্ষতা বৃদ্ধি করিয়া ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ আদায়ের লক্ষ্যে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হইবে। স্বাস্থ্য, শিক্ষা ও পুষ্টির উপর সর্বাধিক গুরুত্ব দিয়া মানবসম্পদ উন্নয়নে প্রয়োজনীয় বিনিয়োগ করা হইবে।

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকুরীতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি বিবেচনা করা হইবে। 

আরও পড়ুন ঃ রাষ্ট্র মেরামতের রূপরেখা দিলো বিএনপি/ দুই টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না