নিজস্ব প্রতিবেদক । ২০ ফেব্রুয়ারি ২০২৩
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ একটি আভিযানিক দল পৃথক পৃথক অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত ৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে। র্যাব-১২ দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার স্কোয়াড কমান্ডার নজরুল ইসলাম।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, শিবগঞ্জ উপজেলার আমজানি কুড়িপাড়া গ্রামের মৃত দৌলতজ্জামানের পুত্র আল ইমরান (৩২), একই উপজেলার চুরি মামলার সাজাপ্রাপ্ত আসামী মহাস্থানগড় মুন্নাপাড়া এলাকার সাহেব আলী শেখের পুত্র শাহজাহান আলী (৫১), বগুড়ার সদর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামী চক ফরিদ কলোনীর মহরম আলীর পুত্র হিরা (৩২), নওগাঁর সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে নারী ও শিশু নির্যাতন মামলার ২ লক্ষ টাকা অর্থদন্ডসহ ০১ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামী শিবগঞ্জ উপজেলার পনরটিকা গ্রামের আব্দুল জলিলের পুত্র আইয়ুব হোসেন (৩৪) এবং
বগুড়া সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামী দক্ষিণ চেলোপাড়ার লাভলু বেপারীর পুত্র ফারুক বেপারী(৩৫)।
র্যাব-১২ বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার স্কোয়াড কমান্ডার নজরুল ইসলাম জানান (২০ ফেব্রুয়ারি) শিবগঞ্জ, নওগাঁ ও বগুড়া সদর সহ বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এই ৫ জন সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামী বগুড়া ও বগুড়ার বাহিরে বিভিন্ন স্থানে আত্মগোপন করে অপরাধমূলক কার্যক্রম পরিচলনা করে আসছিল।
আর/ই/আর