নিজস্ব প্রতিবেদক । ২০ ফেব্রুয়ারি ২০২৪
বইমেলায় এসেছে মহাজাগরণের কবি রাসেল আশেকীর মহাকাব্য সিরিজের প্রথম কাব্যগ্রন্থ ‘বঙ্গবন্ধু, কোথায় লিখব মহাকাব্য’। কাব্যগ্রন্থটির প্রকাশক ‘শান্তির প্রবেশ’ এবং পরিবেশক পাঠক সমাবেশ ও কবিতাচর্চা, প্রচ্ছদ শিল্পী ধ্রব এষ, মূল্য ৩০০ টাকা।
প্রায় ছয় মাস ধরে রাসেল আশেকীর মহাকাব্যের এই মহাপর্বটি কবি-লেখক ও বিদগ্ধ মহলে আলোচিত। কারণ, মহাকাব্যটি সূফীবাদ উত্তর আধ্যাত্মিক পরাবাস্তবতার অমূল্য সম্পদ, যা নতুন মেটাফোর, মেটাফিজিক্স ও স্ট্রিংতরঙ্গের খনি, মানুষ নামের অন্তরগ্রহের জাগরণী এবং অন্তরশিল্পের শিল্পভূমি।
মহাকাব্যজুড়ে যার সদর দরজা উন্মোচন করেছেন স্বয়ংকবি। যেখানে বঙ্গবন্ধু এসেছেন নতুন রূপে নতুনতর মাত্রায়। সেই সঙ্গে হৃদয় প্রজ্ঞায় এসেছে আসল মানুষ ও প্রেম-প্রশান্তির দাওয়াই। কাব্যগ্রন্থটি বইমেলায় কবিতা-পাঠকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।