নিজস্ব প্রতিবেদক । ২০ জুন ২০২৩
গণঅধিকার পরিষদে ড. রেজা কিবরিয়াকে দয়া করে জায়গা দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের ‘বহিষ্কৃত’ সদস্য সচিব নুরুল হক নুর।
মঙ্গলবার (২০ জুন) গণঅধিকার পরিষদ থেকে বহিষ্কার প্রসঙ্গে নুরুল হক নুর এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘গণঅধিকার পরিষদ কি উনি গড়েছেন, উনার সাথে গণঅধিকার পরিষদের সংশ্লিষ্টতা কি? আমরা দয়া করে তাকে গণঅধিকার পরিষদে তাকে জায়গা দিয়েছি বলে উনি আহ্বায়ক হতে পেরেছেন। না হলে তো উনি হতে পারতেন না।’
এর আগে মঙ্গলবার (২০ জুন) সন্ধ্যায় গণঅধিকার পরিষদের এক বৈঠকে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। একইসঙ্গে সংগঠনটির ভারপ্রাপ্ত আহ্ববায়ক রাশেদ খানকেও বহিষ্কার করা হয়েছে।
গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া তাদের বহিষ্কারাদেশে স্বাক্ষর করেন।
নিজের বহিষ্কার প্রসঙ্গে নুর বলেন, ‘রেজা কিবরিয়া তো দেশের বাইরে। তিনি কিভাবে বহিষ্কার করেন। তিনি গণফোরাম ভেঙেছেন। এখন গণঅধিকার ভাঙার তৎপরতা চালাচ্ছেন। গতকাল কেন্দ্রীয় মিটিংয়ে ওনাকে বহিষ্কার করে ভারপ্রাপ্ত আহ্বায়ক নিযুক্ত করেছি। উনার সেই (বহিষ্কার) এখতিয়ার বা সক্ষমতা নাই।’
কর্মীদের সঙ্গে রেজা কিবরিয়ার সুসম্পর্ক নেই বলে মন্তব্য করে নুর আরও বলেন, ‘গণঅধিকার পরিষদে উনার নিয়ন্ত্রণ নাই। নেতাকর্মীরাও তার প্রতি অনুগত নয়। গত পৌনে দুই বছরে নেতা কর্মীদের সাথে মেশা, তাদের সাথে কথা বলা, তাদের সমস্যা শোনা কোনো কাজেই তিনি ছিলেন না।’
নুর বলেন, ‘দলের প্রধানকে বহিষ্কার করা যায়। বাংলাদেশে রাষ্ট্রপতিরও অভিশংসনের বিষয় আছে। দলের প্রধানকে কেন বহিষ্কার করা যাবে না। আমাদের গঠনতন্ত্রেও বহিষ্কারের বিষয় রয়েছে।