রাজধানীর মশা মারতে বরাবরই ব্যর্থ দুই মেয়র

নিজস্ব প্রতিবেদক । ২০ সেপ্টেম্বর ২০২২

রাজধানীর মশা মারতে বরাবরই ব্যর্থ দুই মেয়র

রাজধানীর বস্তি থেকে অভিজাত এলাকা- সর্বত্রই মশার আক্রমণ। এ যেন মানুষের আবাসস্থল নয়, মশার রাজধানী। মশা মারতে বিভিন্ন সময়ে নানা পদক্ষেপও গ্রহণ করেছেন দুই সিটি করপোরেশনের মেয়ররা কিন্তু বরাবরই ব্যর্থ হয়েছেন তারা।

গত বছর বেশ কিছু পদক্ষেপ নেয় দুই সিটি করপোরেশন। বিশেষ করে তেলাপিয়া, গাপ্পি মাছ, হাঁস অবমুক্ত, ব্যাঙ অবমুক্তকরণ এবং ড্রোনের মাধ্যমে মশা মারার ঘোষণা দেন মেয়ররা। কিন্তু এতসব উদ্যোগের পরও মশার যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছে না নগরবাসী।

ব্যর্থতার দায় স্বীকার করে দ্রুত মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানান ঢাকাবাসী।

এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। সব মিলিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৬০ জনে। তবে এ সময়ে ডেঙ্গুতে নতুন কোনো রোগীর মৃত্যু হয়নি।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৩১৫ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৩ জন। সবমিলিয়ে বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ১৯১ জন।

আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৩৬৯ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ জনে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (২০ সেপ্টেম্বর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০ হাজার ৪০২ জন।

গত ৬ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়। এটি এ বছর একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা।