পলাশবাড়ীতে ট্রাকচাপায় বাইক আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক । ২১ ডিসেম্বর ২০২২

পলাশবাড়ীতে ট্রাকচাপায় বাইক আরোহী নিহত

গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকচাপায় আফসার আলী (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের মহেশপুর বিটিসি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফসার লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বেতগ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি রংপুর থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। পথে মহেশপুর বিটিসি মোড় এলাকায় পিছনে বসে থাকা আফসার আলী আচমকা মোটরসাইকেল থেকে পড়ে যান। এসময় রংপুরগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আফসারের মৃত্যু হয়।

পলাশবাড়ী ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার লোকমান হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।