নিজস্ব প্রতিবেদক । ২১ ফেব্রুয়ারি ২০২৩
গুরুদাসপুর (নাটোর)প্রতিনিধি
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ১৯৫২ সালে বাংলা ভাষার জন্য যাদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্রভাষা পেয়েছি সেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রতিবছরের ন্যায় এবারেও নাটোরের গুরুদাসপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করা হয়েছে।
গুরদাসপুর উপজেলা প্রশাসনের আয়োজনে রাত বারোটা এক মিনিটে শহীদ বেদীতে ফুল দেওয়ার মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। উপজেলা চত্বরে অবস্থিত শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গুরুদাসপুর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার সহকারী কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান শাকিল। এর পর বিভিন্ন দপ্তর রাজনৈতিক দল সামাজিক সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। গুরুদাসপুর থানার পক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুল মতিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওয়াহেদুজ্জামান, উপজেলা কৃষি পক্ষে কৃষি কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান, আনসার ভিডিপির পক্ষে কর্মকর্তা খুশি খাতুন, সমাজসেবা পক্ষে কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম প্রমূখ।
এরপর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে আসেন পরিষদের পৌর মেয়র মোঃ শাহনেওয়াজ আলী মোল্লা এ সময়ে উপস্থিত ছিলেন সচিব, ইঞ্জিনিয়ার, কাউন্সিলর বৃন্দ, এবং পরিষদের কর্মকর্তা কর্মচারী বিন্দু।
এছাড়াও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগ উপস্হিত উপজেলা আ.লীগের সভাপতি এ্যাডভোকেট আনিসুর রহমান, সাধারন সম্পাদক আব্দুল মতিন মাষ্টার বিএনপি পক্ষে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ,সাধারন সম্পাদক ওমর আলী শেখ, সাংগঠনিক মোহাম্মাদ আলী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল শেখ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন,ছাড়াও স্কুল কলেজ সামাজিক সংগঠন।
শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের জন্য দোয়া করা হয় দোয়া পরিচালনা করেন গুরুদাসপুর কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মোঃ জহুরুল ইসলাম।