উৎসবমুখর পরিবেশে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন ডব্লিউইউএসটি'র সমাবর্তন

নিজস্ব প্রতিবেদক । ২১ জুন ২০২২

উৎসবমুখর পরিবেশে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন ডব্লিউইউএসটি'র সমাবর্তন

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় 'ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ((ডব্লিউইউএসটি) সমাবর্তন। রোববার (১৯ জুন) ভার্জিনিয়ায় চার শতাধিক শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় তাদের গ্র্যাজুয়েশন সনদ ও সম্মাননা। এই শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ থেকে আরও বেশিসংখ্যক ছাত্রছাত্রী যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ পাচ্ছেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আবুবকর হানিপ।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের সাফল্যে যুক্ত হলো আরও একটি পালক। বাংলাদেশি মালিকানাধীন যুক্তরাষ্ট্রের একমাত্র বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে উপস্থিত শত শত শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা। একে একে গ্র্যাজুয়েশন সনদ ও সম্মাননা নেন চার শতাধিক শিক্ষার্থী। সনদপ্রাপ্তির আনন্দে স্বভাবতই উচ্ছ্বসিত তারা।

ক্যানসারের সফল চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করে বিরল কৃতিত্ব অর্জন করা আমেরিকান বাংলাদেশি চিকিৎসা-গবেষক রায়ান সাদী ছিলেন সমাবর্তনের মূল বক্তা। শিক্ষার্থীদের নিজের জীবনের সাফল্যের গল্প শোনান তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেয়ারফ্যাক্স কাউন্টির চেয়ারম্যান জেফরি সি. ম্যাক।

এ ছাড়া চ্যান্সেলর আবুবকর হানিপ ও প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্ক-সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাবর্তনে দেয়া বক্তৃতায় তাদের ভবিষ্যত কর্মপন্থা তুলে ধরেন।

ডব্লিউইউএসটির চ্যান্সেলর ও চেয়ারম্যান আবুবকর হানিপ বলেন, বাংলাদেশ থেকে যে কেউ ওএখানে স্কলারশিপ নিয়ে আসতে পারে এবং এখানে এসে পড়াশোনা করে এখানেই প্রতিষ্ঠিত হতে পারে।

ডব্লিউইউএসটির সিএফও ফারহানা হানিপ বলেন, এই বিশ্ববিদ্যালয় শুধু এই দেশের জন্য নয়, এটা সবার। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছাত্রছাত্রীরা এখানে এসেছে এবং ডিপ্লোমা নিয়েছে।

ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন প্রথম বিশ্ববিদ্যালয়।

সমাবর্তনে অন্যদের মধ্যে ছিলেন মাস্টার অব দ্য সেরিমনি ড. মার্ক এল রবিনসন, যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম বাংলাদেশি-আমেরিকান রাষ্ট্রদূত এম. ওসমান সিদ্দিকসহ শিক্ষা, গবেষণা ও তথ্যপ্রযুক্তির বিভিন্ন শাখায় সফল ব্যক্তিরা। সমাবর্তন শেষে শিক্ষার্থীরা পরিবারের সদস্যদের নিয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন।