নিজস্ব প্রতিবেদক । ২১ জুলাই ২০২২
আজান এবং নামাজের সময় যেন তার এলাকায় বিদ্যুৎ না সরানো হয় এ বিষয়ে বিদ্যুৎ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু।
জানা যায়, গতকাল বুধবার বিকেলে সাংসদ ইকবাল হোসেন অপু সাধারণ মানুষের খোজ খবর নিতে রুদ্রকর ইউনিয়ন সুবচনী বাজার যায়। কিছুক্ষণ পর মাগরিবের আজান চলাকালীন সময় বিদ্যুৎ চলে যায়। সাথে সাথে তিনি বিদ্যুৎ অফিসের জেনারেল ম্যানেজারকে ফোন করেন প্রয়োজনীয় নির্দেশনা দেন।
আপনারা এলাকাভিত্তিক এক ঘন্টা লোডশেডিং করবেন, করেন তাতে আমাদের সমস্যা নেই কারণ এটা জাতীয় সিদ্ধান্ত, কিন্তু আজান ও নামাজের সময় যেনো বিদ্যুৎ না যায় সেদিকে সর্বদা সতর্ক থাকবেন, শুধু সুবচনী এলাকা নয়, কোথাও যেনো এমনটা না হয় সেদিকে খেয়াল রাখার অনুরোধ করেন এমপি অপু।
এ ব্যপারে স্থানীয় বিদ্যুৎ অফিসের জেনারেল ম্যানেজার আশ্বস্ত করেন আজান ও নামাজের সময় বিদ্যুৎ যাবে না।
এদিকে জ্বালানি সংকট মোকাবিলায় গতকাল বুধবার (জুলাই ১৯) থেকে সারা দেশে রুটিন করে এক থেকে দুই ঘণ্টা করে লোডশেডিং করা হবে।
আর ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ থাকবে। সেই সাথে সপ্তাহে এক দিন করে বন্ধ থাকবে পেট্রল পাম্প। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানির দাম। যার সরাসরি প্রভাব পড়ছে অর্থনীতিতে। তাই সংকট এড়াতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক। নেয়া হয় গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত।
আপাতত ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে দিনে এক থেকে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি দেখা দিতে পারে।
এ নিয়ে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী জানান, সেটি সমন্বয় করতে দিনে এক থেকে দুই ঘণ্টা লোডশেডিং করা হবে। যা মঙ্গলবার থেকে শুরু। সেই সাথে সপ্তাহে একদিন পেট্রল পাম্প বন্ধেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, বিদ্যুৎ সাশ্রয়ে প্রতিদিন নির্দিষ্ট এলাকায় ১ ঘন্টা করে লোড শেডিং কার্যকর করছে বিদ্যুৎ বিভাগ। মঙ্গলবার সকাল ১০টা থেকেই সারাদেশের বিভিন্ন এলাকায় ১ ঘন্টা করে লোডশেডিং করা হচ্ছে।