Harun Ur Rashid । ২১ আগস্ট ২০২২
কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ বলেছেন ১৫ আগষ্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ যে হত্যাকান্ড সংঘটিত হয়েছে তা কারবালার হত্যাকান্ডকেও হার মানায়।
রবিবার (২১ আগষ্ট) দুপুর ১টায় ইস্পাহানি কলেজ মাঠে ১৫ আগষ্ট ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কারবালার প্রান্তে যে হত্যাকান্ড হয়েছিলো সেখানে কোন শিশু ও নারী নিহত হয়নি, কিন্তু ১৫ আগষ্ট বঙ্গবন্ধুসহ পরিবারের শিশু ও অন্ত্বসত্তা নারীসহ সকল সদস্যকে ঘাতক বাহিনী নির্মম ভাবে হত্যা করে যা কারবালার হত্যাকান্ডকে হার মানায়।
২১ আগষ্ট গ্রেনেড হামলার স্মৃতি চারণ করে শাহীন বলেন কিছু পাকিস্তানিদের দোসর, কুচক্রী মহল বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তিনি বেঁচে যান। মারা যান আইভি রহমানসহ শতশত নেতাকর্মী।
কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সভাপতি ইমাম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ী দের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
সবশেষে ইস্পাহানি কলেজ ছাত্রলীগের আয়োজনে গরীব অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ইস্পাহানি কলেজ ছাত্রলীগের সভাপতি শাহ জালাল অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকুর হোসেন সাকু, ঢাকা জেলা (দক্ষিণ) ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ, সাধারণ সম্পাদক এহসান আরাফ অনিকসহ অন্যান্য নেতাকর্মীরা।