জামালপুরে ‘মেসি’র বাড়ি' দেখতে উৎসুক জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক । ২১ সেপ্টেম্বর ২০২২

জামালপুরে ‘মেসি’র বাড়ি' দেখতে উৎসুক জনতার ঢল

ঘনিয়ে আসছে কাতার বিশ্বকাপের দিনক্ষণ। বাড়ছে সারা বিশ্বে উত্তেজনা, উন্মাদনা, উদ্দীপনা । সবাইকে ছাড়িয়ে বাংলাদেশের সমর্থকেরা যেন সবদেশ থেকে এগিয়ে থাকে এই উন্মাদনায়।

আর এ সবকিছুকেই ছাপিয়ে ভিন্নমাত্রার সংযোজন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের চরদাতনা পূর্বপাড়া গ্রামের 'নেইমার' ও 'মেসি'র দুইটি বাড়ি।

এই গ্রামের বাদশা আলমের ছেলে শামীম হাসান প্রায় ২ মাস পরিশ্রম করে তার বাড়িটিকে গড়ে তুলেছেন আর্জেন্টিনা ও মেসিময় করে। ইসলামপুর সরকারি কলেজের ডিগ্রি ৩য় বর্ষের ছাত্র শামীম হাসান তার পুরো বাড়টিকে আর্জেন্টিনার পতাকার রঙে একেছেন। আর বাড়ির সামনের অংশে মেসির বিশাল আকৃতির ছবি একেছেন, আর একপাশে ম্যারাডোনার ছবি।

বাড়িটি নিজেই রঙ করেছেন তিনি, আর মেসি ও ম্যারাডোনার ছবি একেছেন তার পাশের বাড়ির স্বপন মিয়া।

ছোটবেলা থেকেই আর্জেন্টিনার ভীষণ ভক্ত এই সমর্থকের এই কাজের সিংহভাগের খরচ জোগাড় করেছেন তার বাড়ির পাশে করা একটি ছোট দোকানের আয় থেকে। লেখাপড়ার পাশাপাশি ঐ দোকানটি পরিচালনা করেন তিনি।

তিনি  বলেন, 'আমার এই বাড়িটি নিয়ে এলাকার সবার মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে । তাছাড়া দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক ফুটবল ভক্তরা আসছেন আমাদের এই বাড়িটি দেখতে। আমি চাই মেসির মতো খেলোয়াড় আমাদের দেশে তৈরি হোক।'

তিনি বলেন, 'আর্জেন্টিনার সমর্থকেরা যদি মেসির বাড়ি তৈরি করতে পারে আমরা কেন পারবো না নেইমারের বাড়ি তৈরি করতে। আমি ব্রাজিলের সমর্থকদের কথা চিন্তা করে ব্রাজিলের পতাকা রঙে আমার বাড়িটি রাঙ্গিয়েছি আর বাড়ির নাম দিয়েছি ব্রাজিল বাড়ি।'

জামালপুর শহরের গেইটপাড় কদমতলা থেকে আগত ব্রাজিল সমর্থক জাহাঙ্গীর আলম বলেন, 'আমি অনেক উৎসাহ নিয়ে এখানে এসেছি এবং খুব ভালো লাগল। অনেক দূর-দূরান্তের জেলার মানুষেরা আসছে এই বাড়ি দুটো দেখতে।'