'সরকারি বিধি-বিধানের আওতায় কর্মচারীদের সৃষ্ট জটিলতা সমাধানের চেষ্টা করবো'

নিজস্ব প্রতিবেদক । ২২ ডিসেম্বর ২০২২

'সরকারি বিধি-বিধানের আওতায় কর্মচারীদের সৃষ্ট জটিলতা সমাধানের চেষ্টা করবো'

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামীম আখতার বলেছেন, সরকারি বিধি-বিধানের আওতায় কর্মচারীদের সৃষ্টি জটিলতা সমাধানের চেষ্টা করবো।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে গণপূর্ত ভবন অডিটরিয়ামে ' গণপূর্ত অধিদপ্তর কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও পদোন্নতি বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামীম আখতার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমস্ত কর্মচারীদের ও সমস্ত মানুষের কল্যানের জন্য কাজ করছেন। মানবিকতার দিক থেকেও প্রধানমন্ত্রী( শেখ হাসিনা) মাদার অব হিউম্যানিটি পান। সুতরাং কিসের জন্য কর্মচারীরা তার ( শেখ হাসিনা) সাপোর্ট করবেন, এটা কিন্তু সংসদীয় মিটিংয়ের আলোচনা সভায় সংসদ সদস্যরা বলেন।

কর্মচারীদের উদ্দেশ্য তিনি বলেন, আমরা যে সংসদের স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে যাই। সেখানে এই কমিটির সভাপতি হচ্ছেন আমাদের আগের মন্ত্রী মোশাররফ স্যার। সেখানে অনেক এমপি মহোদয় যারা আছেন স্ট্যান্ডিং কমিটিতে। সেখানে কর্মচারীদের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। গত দুইটা মিটিংয়ে সংসদ সদস্যরা তাদের(কর্মচারী) জন্য অনেক কষ্ট করেছেন।

কর্মচারীদের সুবিধার কথা উল্লেখ করে প্রধান প্রকৌশলী আরও বলেন, সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করবো। অতিরিক্ত প্রধান প্রকৌশলীরাও সে-বিষয়গুলো আলোচনায় নিয়ে এসেছেন। আমরা রেগুলার চেষ্টা করবো। পাশাপাশি সংসদ সদস্যেদের দিয়ে যদি কোন কাজ করানো সম্ভব হয় সেটাও করবো।

এর আগে কুরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে মতবিনিময় সভা শুরু হয়। প্রথমে কর্মচারীদের পক্ষে বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্যে প্রধান প্রকৌশলীর কাছে 'ভাউচার ভিত্তিক কর্মচারীদের' চাকরি স্থায়ীকরণ সহ তাদের বেতন বৃদ্ধির জন্য তারা দাবি জানান।

গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ( সমন্বয় ও সংস্থাপন) মোঃ শহিদুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, ঢাকা জোন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেহ উদ্দিন, গণপূর্ত শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি রেজাউল করিম, কার্যকরি সভাপতি আনোয়ার হোসেন, সহ-সভাপতি সুলতান মোল্লা, সোলাইমান হোসেন, যুগ্ম সম্পাদক আফসার উদ্দিন, সহ- প্রচার সম্পাদক মোহাম্মদ হোসেন, নগর গণপূর্ত ভবন কর্মচারী জাকির হোসেন, মজুরি ভিত্তিক কর্মচারী হোসাইন মোহাম্মদ প্রমুখ।

এসময় গণপূর্ত অধিদপ্তরের অন্যান্য প্রধান প্রকৌশলী, উর্ধ্বতন কর্মকতা, গণপূর্ত শ্রমিক কর্মচারী ইউনিয়ন সহ গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।