আ.লীগ ক্ষমতায় আছে বলেই গণমাধ্যমকর্মীরা স্বাধীনভাবে কাজ করছে - সুজিত রায় নন্দী

নিজস্ব প্রতিবেদক । ২৩ ফেব্রুয়ারি ২০২৩

আ.লীগ ক্ষমতায় আছে বলেই গণমাধ্যমকর্মীরা স্বাধীনভাবে কাজ করছে - সুজিত রায় নন্দী

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই গণমাধ্যমকর্মীরা স্বাধীনভাবে কাজ করছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠনসহ তাদের জীবন মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। বর্তমান শেখ হাসিনা সরকার গণমাধ্যম ও সাংবাদিক বান্ধব।

রাজধানীর ধানমন্ডিতে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের ফ্যামিলি ডে উদযাপন অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, শেখ হাসিনার সরকার সাংবাদিকদের কল্যাণে বেশ আন্তরিক। দেশে গণতন্ত্র সুসংহত হয় ও দেশের সার্বিক উন্নয়নে সহায়ক হয়, সেই লক্ষ্য নিয়ে গণমাধ্যমের উন্নয়ন ও সম্প্রসারণে নিরলসভাবে কাজ করছে সরকার।

তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তারা সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করবেন।

আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক বলেন, ফেব্রুয়ারি মাস ভাষার মাস, দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার মাস। এই মাসে ভালোবাসা ও শ্রদ্ধা জানাই ভাষা শহীদদের। ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন-শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষকাল।

সুজিত রায় নন্দী বলেন, বাঙালি জাতির জন্য এই ফেব্রুয়ারি মাস হচ্ছে চরম শোক ও বেদনার। অন্যদিকে মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত। যেকোনো জাতির জন্য সবচেয়ে মহৎ ও দুর্লভ উত্তরাধিকার হচ্ছে মৃত্যুর উত্তরাধিকার- মরতে জানা ও মরতে পারার উত্তরাধিকার। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি শহীদরা জাতিকে সে মহৎ ও দুর্লভ উত্তরাধিকার দিয়ে গেছেন। বাঙালি জাতির মুক্তি-সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এই আন্দোলনের মধ্য দিয়েই একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ভাষাভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গঠনের ভিত রচিত হয়েছিল।