ওবায়দুল কাদেরের নেতৃত্বে ভারত সফরে যাবে একটি প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক । ২২ মে ২০২৩

ওবায়দুল কাদেরের নেতৃত্বে ভারত সফরে যাবে একটি প্রতিনিধি দল

ভারত ও চীনের ক্ষমতাসীন দলের আমন্ত্রণে সাড়া দিয়ে দুই দেশেই জ্যেষ্ঠ নেতাদের নেতৃত্বে প্রতিনিধিদল পাঠাচ্ছে আওয়ামী লীগ।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শিগগিরই ভারতে যাবে।

অন্যদিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল চীনের উদ্দেশে গতকাল রোববার রাতে ঢাকা ছেড়েছে।

আওয়ামী লীগের সূত্রগুলো জানিয়েছে, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পক্ষ থেকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চিঠি পাঠানো হয়েছে। এটিকে ‘পার্টি টু পার্টি’ সফর বলা হচ্ছে।

এখন আওয়ামী লীগের পক্ষ থেকে এই ভারত সফরের ব্যাপারে অল্প সময়ের মধ্যে দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে প্রতিনিধিদলের সদস্যদের নাম চূড়ান্ত করা হবে বলে দলটির একাধিক নেতা জানিয়েছেন।

তাঁরা বলেছেন, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারত সফরের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

অন্যদিকে চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বেইজিংয়ের উদ্দেশে গতকাল রাতে ঢাকা ছেড়েছে আওয়ামী লীগ নেতা ফারুক খানের নেতৃত্বে ১৭ সদস্যের প্রতিনিধিদল।

আওয়ামী লীগ নেতারা বলছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করাসহ চীনের সহায়তার প্রশ্ন গুরুত্ব পাবে তাঁদের প্রতিনিধিদলের এই চীন সফরে।

এ ছাড়া রাজনৈতিক অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে।

আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন, জাতীয় নির্বাচনের আগে তাঁদের দলের পক্ষ থেকে ভারত ও চীন সফরকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে।